মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

ভোলায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের একটি চিত্র। ছবি : কালবেলা
ভোলায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের একটি চিত্র। ছবি : কালবেলা

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বিএনপি অফিসে হামলা, ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারে এ ঘটনা ঘটে।

ভোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরইমধ্যে মামলার প্রস্তুতি চলছে।

হামলায় বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হয়ছে বলে জানা যায়। আহতরা হলেন আব্দুল করিম মোল্লা (৩০), মাহামুদুল হাছান রিপন (৪০), নিরব মোল্লা (৩৮), এমরান লাট (৩০), শাহীন (৩৮) ও নাছির (৩৮)।

জানা যায়, ১৯৯৪ সালে স্থানীয় বাজারের সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত জায়গায় একটি আধা পাকা ঘর নির্মাণ করে বিএনপির অফিস পরিচালনা শুরু করে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দলটির স্থানীয় নেতাকর্মীরা ঘরটি দখল করে দীর্ঘ ১৭ বছর তাদের কার্যক্রম চালায়। গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি পুনরায় তাদের অফিসটি দখলে নিয়ে কার্যক্রম শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পশ্চিম ইলিশা ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোজাম্মেল হক সিডু মাঝির নেতৃত্বে ইসমাইল, ইউসুফ, ইউনুছ, ইব্রাহিম, নিজাম, আল আমিন, মনা ও আক্তার অতর্কিতভাবে বিএনপি অফিসে ঢুকে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে তাদের বেধড়ক মারধর করা হয়। এতে ৬ জন আহত হন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপর ভোলা থানার ওসি তদন্ত সিরাজ ও সেকেন্ড অফিসার নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিপন মিলেটারি ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল হাওলাদার সাংবাদিকদের বলেন, গত ৩০ বছর পর্বে স্থানীয় সাধারণ মানুষ নিজেদের পকেটের টাকায় সরকারি খাস জমিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য এই অফিসটি তৈরি করে। সন্ধ্যায় আওয়ামী লীগের ক্যাডাররা অতর্কিত হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের মারধর করে।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক সিডু মাঝিসহ অন্যদের একাধিকবার ফোন দিলেও তাদেরকে পাওয়া যায়নি।

ভোলা মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১০

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১১

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১২

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

১৩

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী

১৪

ধর্ম অবমাননার অজুহাত তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা জঘন্যতম কাজ : ধর্ম উপদেষ্টা

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে’ অনুষ্ঠিত

১৬

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৪৩ জন, জমা দেননি ৮৮ জন

১৭

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

১৮

মাত্র ১ মিনিট দেরির কারণে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী!

১৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসনে প্রার্থী হলেন তার স্ত্রী

২০
X