নিজের গাড়ির চাপায় প্রাণ হারালেন চট্টগ্রামের সীতাকুণ্ডের মোহাম্মদ ফারুক (৫০)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আলিম উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে যান্ত্রিক কারণে ট্রাকচালক পারো ট্রাকের নিচে হাইড্রলিক জগ লাগিয়ে কাজ করছিলেন। হঠাৎ হাইড্রোলিক জগ থেকে সরে যায় গাড়িটি। তাতেই ট্রাকের নিচে চাপা পড়েন ফারুক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা বিষয়টি কুমিরা হাইওয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল হাকিম আজাদ বলেন, ট্রাকের নিচে মেরামত করার সময় হাইড্রলিক জগটি সরে যাওয়ার কারণেই ট্রাকচালক তার নিজের গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন