চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া মাজার গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সালাউদ্দিন (৩৬) ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাদরাসা হাসনাবাদ এলাকার আবিদ উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা থেকে বাঁধন পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় বড়তাকিয়া এলাকায় বাসের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই বাসের যাত্রী ছিলেন। তিনি ফেনী জেলার সোনাগাজী থেকে গাড়িতে ওঠেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদা আক্তার বলেন, হাসপাতালে আসার আগে সালাউদ্দিন মারা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগ এবং মাথায় জখম রয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন নামে একজন নিহত হয়েছেন। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন