সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিচ্ছেন। ছবি : সংগৃহীত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিচ্ছেন। ছবি : সংগৃহীত

সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোহেল রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যানেএবং সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাভার ইউনিয়ন পরিষদের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, সাভার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, সাউথ ইস্ট ব্যাংক হেমায়েতপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক মোহাম্মদ মনিউর রহমান।

এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়নের স্থানীয় সাধারণ জনগোষ্ঠী এবং রাজনৈতিক নেতারা। দীর্ঘদিন সভার ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউনিয়নের সাধারণ নাগরিকরা।

নতুন দায়িত্বভার গ্রহণ করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, বিগত সরকারের দুঃশাসন এবং স্বৈরাচারী আচরণের ফলে সাভার ইউনিয়ন তথা গোটা দেশের আনাচে-কানাচে মরণনেশা মাদক পৌঁছে গেছে। মরণনেশা মাদকমুক্ত করে যুবসমাজককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে।

আরিফ হোসেন স্থানীয় মাদকসেবী ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, যে কোনো মূল্যে সাভার ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। সুতরাং যারা মাদক বিক্রি করছেন এবং সেবন করছেন আজ এই মুহূর্ত এবং এখন থেকে ভালো হয়ে যান, অন্যথা আপনাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা করা লাগে সাভার ইউরিন পরিষদের পক্ষ থেকে ঠিক তাই করা হবে।

এছাড়াও তিনি আওয়ামী সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা ড. ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে উসকানি দিয়ে গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে চান এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তারা সাবধান হয়ে যান। অন্যথা আপনাদেরও খুঁজে খুঁজে আইনের আওতায় আনা হবে। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত দিনগুলোতে সাধারণ সেবাপ্রত্যাশীদের সঠিকভাবে সেবা দিতে না পারায় সাভার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

এদিকে সাভার সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাভার সদর ইউনিয়নের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

‘ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের সর্বোচ্চ’

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১০

যৌন হয়রানির ঘটনায় নিরাপত্তা প্রার্থনা / ক্রীড়া উপদেষ্টাকে এক শুটারের খোলা চিঠি

১১

ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩ 

১২

হঠাৎ ভূমিকম্প হলে নিজেকে রক্ষা করবেন যেভাবে

১৩

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, যা বললেন আজহারি

১৪

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে

১৫

পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ১০ ভূমিকম্প

১৬

ওটিটিতে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মনোজ বাজপেয়ীর দুর্দান্ত প্রত্যাবর্তন

১৭

যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ

১৮

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া ও আমল

১৯

স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করবেন যেভাবে

২০
X