রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

রামেবিতে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায় : নবনিযুক্ত উপাচার্য

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রামেবির নবনিযুক্ত উপাচার্য। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রামেবির নবনিযুক্ত উপাচার্য। ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জাওয়াদুল হক।

রোববার (২২ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের পর রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বেলা ১১টার দিকে বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপাচার্য বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণ, পোস্টগ্র্যাজুয়েশন কোর্স চালু এবং গবেষণা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

ডা. জাওয়াদুল হক বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল তিনটি। যার মধ্যে অন্যতম রাজশাহী জেলা ও আশপাশের প্রায় দুই কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ২০০ শয্যা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যবিষয়ক জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, ১০টি ফ্যাকাল্টি চালু করা এবং চিকিৎসাসেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা। বিগত দিনে নানা অনিয়ম, দুর্নীতি ও সমালোচনার ফলে প্রতিষ্ঠার আট বছরেও পরিকল্পনার কোনো কিছুই বাস্তবে আলোর মুখ দেখেনি।

উপাচার্য বলেন, আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি। আশা-আকাঙ্ক্ষার জায়গাগুলো নিয়ে কাজ করব এবং দ্রুতই রামেবির ভৌত অবকাঠামো নির্মাণ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করব।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে। প্রথমে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ছিল। ২০২১ সালে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন খুলনা বিভাগে অবস্থিত চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে যায়। অবশ্য, যেসব শিক্ষাবর্ষের কার্যক্রম রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হয়েছিল সেগুলো শেষ হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হবে বা হচ্ছে। বর্তমানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, ডেন্টাল, নার্সিং, আইএইচটি, হামদর্দ মিলিয়ে সর্বমোট ৭৬টি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে বর্তমানে কেবল আন্ডারগ্র্যাজুয়েট কোর্স চালু রয়েছে।

তিনি আরও বলেন, এখনো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিস, ভবন বা ক্যাম্পাস গড়ে ওঠেনি। সরকারের অনুমোদনক্রমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে তাদেরই ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। তবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণকল্পে ইতোমধ্যে ৬৭ দশমিক ৬৭৯২ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। গত ৮ মে জেলা প্রশাসন অধিগ্রহণকৃত এই ভূমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে।

জমি অধিগ্রহণ বাবদ মোট ব্যয় হয়েছে ৭৫৮ দশমিক ৮৩ কোটি টাকা।

মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

২০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

১০

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

১১

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

১২

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১৩

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১৪

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১৫

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৬

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৭

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৮

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৯

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

২০
X