দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনরত ছাত্রদের মামলায় ফাঁসানোর হুমকি শিক্ষা কর্মকর্তার

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে ছাত্রদের অফিসে ডেকে নিয়ে মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি অডিও ফাঁস হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। অডিওতে যে ছাত্রদের কথা শোনা যাচ্ছিল তারা শেখ রেয়াজিয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে অধ্যয়নরত বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসাটির সুপারিন্টেন্ডেন্ট সাইফুল ইসলামের আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ বেশ পুরনো। গত ১৮ সেপ্টেম্বর সুপারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিকার চেয়ে পৌরশহরের বিজয়চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে মাদ্রাসাটির শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুরাব হোসেন কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অভিযোগের প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে ছাত্রদের একটি প্রতিনিধি দল সেনা ক্যাম্পে যান। পরে ক্যাম্প কমান্ডার ব্যস্ত থাকায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নানের সঙ্গে কথা বলেন তারা। পরে তিনি তদন্তের সর্বশেষ পরিস্থিতি জানতে ছাত্রদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন। ছাত্ররা সে অনুযায়ী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে দেখা করেন।

তবে শিক্ষার্থীরা সেখানে গেলে উল্টো শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের মামলার ভয় দেখান। অডিওতে সাইফুল ইসলামকে বলতে শোনা যায়, ‘দলবেঁধে মিছিল করে তুমি যেখানেই যাও না কেন আমি আইনশৃঙ্খলা বিরোধী কাজে তোমাকে জড়ায় দেব। তুমি কী করবা। এখানে ৫০ জন আসো, বলবো যে আমার অফিসে হামলা করতে আসছে। প্রতিটা অফিসে ১৪৪ ধারা জারি করা আছে। কর্মকর্তা ছাড়া কেউ অফিসে প্রবেশ করতে পারবে না। আমি বলব আইনশৃঙ্খলাবিরোধী কাজে তারা লিপ্ত। কোথায় যাবা? তোমার একটা মামলা হবে। তুমি সারা জীবনের জন্য চাকরি পাবা না।’

অডিওতে শিক্ষা কর্মকর্তাকে আরও বলতে শোনা যায়, ‘তোমরা দুই একজন এসে অভিযোগ দিতে পারো। তাই বলে দলবেঁধে এসে স্মারকলিপি দেওয়া, মানববন্ধন করা একই জিনিস না। আর জমি জায়গার হিসাব নেওয়া এটা তোমাদের কাজ না। এটা কমিটির কাজ।’

সেদিনের সেই প্রতিনিধি দলের শিক্ষার্থীরা জানান, আমরা সেদিনের পর থেকে আতঙ্কে আছি। কমিটি ও শিক্ষা অফিসের প্রশ্রয়ে দিনের পর দিন মাদ্রাসায় অনিয়ম চলে আসছে। এখন যখন আমরা আমাদের দাবিদাওয়া আদায়ে কর্মসূচি পালন করে আসছি তখন এভাবে মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে।

শিক্ষার্থীদের মামলার হুমকি দেয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, আমি কোনো মামলার হুমকি দেইনি। অভিযোগের তদন্তের জন্য ১০ দিন সময় দেওয়া হয়েছিল। আমি আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে চিঠি পাঠাবো।

এই বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুরাব হোসেন বলেন, আমি এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের মামলার হুমকি দিতে পারেন না। ওনাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হলে আমি তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে দেব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে এ বিষয়ে জানানো হবে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল মালেকের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব মিথ্যা কথা। একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসব বলতে পারেন না।

রেকর্ডিং না শুনেই কীভাবে বুঝলেন এটা মিথ্যা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি, মোবাইলে বক্তব্য দিতে পারবো না। এ কথা বলে সংযোগটি বিচ্ছন্ন করে দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের ৩ স্থানে মিসাইল হামলা

স্বাস্থ্য পরামর্শ / বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব

ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের

খালেদা জিয়া ও ডা. জুবাইদার দেশে প্রত্যাবর্তনে নিউইয়র্ক বিএনপির আনন্দ মিছিল

৫ দিন ধরে নামাজ বন্ধ মসজিদে

আসামি ধরতে গিয়ে হামলায় আহত পুলিশের ৭ সদস্য

ডাব পাড়ায় পাঁচ শিক্ষার্থীকে শোকজ

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢল নামে পেশাজীবীদের

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত / খালেদা জিয়ার আগমনে গণতন্ত্রের পথ সুগম হবে

খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজপথে ছিলেন এ্যাবের প্রকৌশলীরা

১০

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত

১১

যুদ্ধকালীন সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের সাধারণ মানুষ

১২

মসজিদের এসি বন্ধ করে দিলেন ইউএনও

১৩

আবারও বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি কত?

১৪

পুণ্ডরীক ধামে ফরহাদ মজহার, চিন্ময় দাসের মাকে দিলেন সান্ত্বনা

১৫

পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা

১৬

চাঁদপুর শহরে মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা আত্মসাৎ করছেন স্ত্রী

১৭

নাটোরের প্রবীণ সাংবাদিক পিপলু মারা গেছেন

১৮

রাবি অ্যালামনাই নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি বিএনপি-জামায়াত

১৯

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

২০
X