বগুড়ার সোনাতলায় দুই গুণী ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে সামাজিক সংগঠন আলোর প্রদীপ। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণীরা হলেন- সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ অরুন বিকাশ গোস্বামী ও শেখ মুহাম্মদ আতিফ আসাদ। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা নেন এগ্রো ওয়ানের নির্বাহী পরিচালক সামিউল ইসলাম।
আরও পড়ুন : পরিকল্পনা মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার পেলেন ৩ কর্মকর্তা
আলোর প্রদীপের প্রধান উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর প্রদীপের উপদেষ্টা প্রভাষক আব্দুল ওহাব ও আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনাইদ জামিন অপূর্ব ও রাবেয়া সুলতানা রিয়া।
মন্তব্য করুন