টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে দফায় দফায় বিস্ফোরণ, টেকনাফের ঘরবাড়িতে ফাটল

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে মর্টার শেলের বিস্ফোরণে ধাক্কায় ফাটল ধরেছে টেকনাফের সীমান্তবর্তী গ্রামের একটি ঘরে ফাটল। ছবি : কালবেলা
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে মর্টার শেলের বিস্ফোরণে ধাক্কায় ফাটল ধরেছে টেকনাফের সীমান্তবর্তী গ্রামের একটি ঘরে ফাটল। ছবি : কালবেলা

কয়েকদিন বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষ ফের শুরু হয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে টানা তিন দিন ধরে সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে এপারে। মিয়ানমারের আকাশে যুদ্ধবিমান চক্কর ও বোমা বর্ষণে কাঁপছে টেকনাফের সীমান্তবর্তী এলাকা। এতে বিস্ফোরণের কম্পনে টেকনাফের একটি গ্রামের অন্তত ২৫টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের মানুষ।

মিয়ানমারের মংডু শহরের পূর্বে চার কিলোমিটার প্রস্থের নাফ নদীর সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রাম। এই গ্রামের বাড়িগুলোতে ফাটলের খবর জানা গেছে।

সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরীফ বলেন, ‘মিয়ানমারের বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকা কাঁপছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতের বিকট বিস্ফোরণের কাঁপুনিতে আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই গ্রামসহ সীমান্তের মানুষগুলো নির্ঘুম রাত কাটাচ্ছে থাকে। মর্টার শেলের বিকট শব্দে ঘুম যাওয়া যায় না। রাত হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক দ্বিগুণ বেড়ে যায়।

তিনি বলেন, ‘হয়তো বা নাফ নদীর কারণে বোমা বা মর্টার শেল এপারে এসে না পড়লেও শাহপরীর দ্বীপ, টেকনাফ স্থলবন্দর ও দমদমিয়া এলাকায় কয়েকটি গুলি এসে পড়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

আছাববুনিয়া এলাকার সমাজ কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ বলেন, ‘মঙ্গলবার রাতে বোমার শব্দে কাঁপুনিতে এলাকার ২০-২৫টি সেমিপাকা টিনশেড ও মাটির দেওয়ালের বড় বড় ফাটল ধরেছে। এখন এসব ঘরে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে।’

টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, সপ্তাহখানেক বিরতির পর সোমবার (১৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের এপার থেকে টানা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এ সময় আকাশে যুদ্ধবিমানও চক্কর দিতে দেখা যায়। এদিন সন্ধ্যার পর থেকে কয়েক ঘণ্টা শান্ত থাকলেও রাত ১টা থেকে ফের বিকট বিস্ফোরণের শব্দ শুরু হয়; যা মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত অব্যাহত ছিল। সঙ্গে মিয়ানমারের আকাশে যুদ্ধবিমানের চক্কর দেখা যায়। বিমানের চক্করের সঙ্গে সঙ্গে ভেসে আসে বিকট শব্দ। এতে কাঁপছে টেকনাফের সীমান্ত এলাকাও।

তারা বলেন, মঙ্গলবার রাতেও ব্যাপক বিস্ফোরণের ভেসে আসে সীমান্তের এপারে। বুধবার (১৬ অক্টোবর) সকালেও বিকট শব্দের বিস্ফোরণ শুনতে পান লোকজন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মিয়ানমারে এখনও সাত লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এরমধ্যে রাখাইনের বুথেডংয়ে আড়াই লাখ, মংডুতে তিন লাখ এবং বাকিরা আকিয়াবসহ অন্য টাউনে রয়েছে। বর্তমানে মংডুতে হামলা হচ্ছে, সেখানে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকের বসবাস। তাদের উল্লেখযোগ্য একটি অংশ নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের টেকনাফে পালিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।

এদিকে খারাংখালী, টেকনাফ, পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, নাফ নদীর মোহনায় সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় শব্দ।

সীমান্তের লোকজন বলছে, দীর্ঘদিন বন্ধের পরে আবার বড় ধরনের মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘মানুষজনকে নিরাপদে থাকতে বলা হচ্ছে। রাখাইনের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সতর্ক আছে। বসতবাড়ি ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে কখন

স্ত্রীর হাতে স্বর্ণের চুড়ি, সন্দেহের জেরে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী

নতুন জোট গড়ছে ৩ দল, ঘোষণা বিকেলে

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে: সালাহউদ্দিন

ল্যাপটপের ৫ গোপন ফিচার, যেগুলো এখনই ব্যবহার করা উচিত

চকলেট রঙে আবেদনময়ী মন্দিরা

আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল মাতানো ক্রিকেটার এবার নোয়াখালীতে

দুই পা কেটে কৃষককে হত্যা

১০

ক্ষমা চাইলেন শাহরুখ

১১

শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের

১২

গাজায় বাস্তবে এখনো যুদ্ধবিরতি হয়নি : কাতারের প্রধানমন্ত্রী

১৩

আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

১৪

রাজনীতিতে অবৈধ আয়ের প্রভাব চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা

১৫

যে কারণে বহিষ্কার হলেন জামায়াত নেতা নুরুল্লাহ

১৬

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

১৭

কাজি পদে আবেদন করতে পারবেন কওমি সনদধারীরা

১৮

চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

১৯

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

২০
X