রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ৫ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে আক্কাছ হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে আক্কাছ হালদারের জালে ৫ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। এরপর তার কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে আমার আড়তে নিয়ে আসি। পরে অল্প কিছু লাভে মাছটি বিক্রি করে দেই।
বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, ঢাই ‘ক্যাটফিশ’ প্রজাতির মাছ। এটি ঢাই, শিলং, সিলোন্দা, ধাইন, ঢাইং, সিলোং ইত্যাদি নামে পরিচিত। আঁশবিহীন এই মাছটির গায়ের রং রূপালি, ঠোঁট লাল ও চোয়াল লম্বা হয়। এটি লম্বায় ১.৮০ মিটার পর্যন্ত হতে পারে। ভারত, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের নদীতেও এ প্রজাতির মাছ পাওয়া যায়।
তিনি আরও বলেন, উপযুক্ত পরিবেশের অভাবে শিলং মাছ দেশ থেকে হারিয়ে যাচ্ছে। এই প্রজাতি বিপন্ন অবস্থায় আছে।
মন্তব্য করুন