সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিকদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ

ভাঙচুর করা গাড়ি। ছবি : কালবেলা
ভাঙচুর করা গাড়ি। ছবি : কালবেলা

ঢাকার সাভারের আশুলিয়ায় টানা ৩২ ঘণ্টা অবরোধের পর পুলিশের জলকামানের মুখে সড়ক ছেড়ে যায় শ্রমিকরা। সড়ক ছেড়ে যাওয়ার সময় তারা অন্তত অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড়ের অবরোধ ছেড়ে যায় শ্রমিকরা।

এর আগে, সোমবার সকাল থেকে শুরু করে মঙ্গলবারও টানা অবরোধ চালিয়ে যাচ্ছিল আশুলিয়ার জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার কয়েকশ শ্রমিক।

পুলিশের ধাওয়ায় পালানোর সময় শ্রমিকরা বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন চালকরা। জামগড়া থেকে চন্দ্রাগামী ট্রাকচালক রিয়াদ বলেন, পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়ার সময় লাঠি ও ইট দিয়ে গাড়ি ভাঙচুর করেছে। অনুরোধ করা হলেও তারা কথা শুনেনি।

জাহাঙ্গীর নামে এক কাভার্ডভ্যানচালক বলেন, আমরা প্রায় ১৬ ঘণ্টা শ্রমিক অবরোধের মুখে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বগাবাড়ি এলাকায় আটকে ছিলাম। আজ বিকেল পৌনে ৫টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে জামগড়ার দিকে যাচ্ছিলেন। এসময় তারা লাঠি ও ইটপাটকেল দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে। অন্তত ৫০টিরও বেশি গাড়ি ভাঙচুর করেছেন তারা।

এর আগে শ্রমিকরা জানান, তিন মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ রেখেছেন মালিকপক্ষ। কারখানাটিতে কাজ করে প্রায় ৬ হাজার শ্রমিক। গেল ৪ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কয়েকদফা আন্দোলন করেছেন। বিজিএমইএ-সহ অন্যান্য দপ্তরে যোগাযোগ করেছেন। তারপরও তাদের পাওনা পরিশোধ না করায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

পরে আজ বিকালে সেনাবাহিনী, শিল্পপুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা শ্রমিকদের প্রথমে বুঝিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে। শ্রমিকরা না মানায় একপর্যায় জল কামান ব্যবহার করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কারখানার মালিকের বোন ও ডিএমডিকে আইনের আওতায় এনেছে যৌথবাহিনী। এটি বিক্ষুব্ধ শ্রমিকদের জানানো হয়। এ ছাড়া প্রয়োজনে নিয়ম মেনে কারখানা বিক্রি করে বা মালামাল বিক্রি করেও বকেয়া বেতন পরিশোধ করা হবে। এটি জানিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। শ্রমিকদের একটি পক্ষ বিষয়টি মেনে নেয়। তবে আরেকটি পক্ষ সড়কেই অবস্থান নিয়ে থাকার কথা জানায়। পরে বাধ্য হয়ে আমরা জলকামান ব্যবহার করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

‘নিউ গাজা’ নিয়ে যেসব পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

সব শঙ্কা উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

১০

‘সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা’

১১

রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন

১২

বাংলাদেশের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন জয় শাহ

১৩

শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

১৪

শোনা হবে না বিসিবির আপিল, ডাক পেতে যাচ্ছে স্কটল্যান্ড

১৫

বিপিএলে নতুন ‘রাজা’ শরিফুল

১৬

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই : মির্জা ফখরুল

১৭

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা

১৮

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ  

১৯

আরতি-পুষ্পাঞ্জলিতে বিদ্যাদেবীর আরাধনা, ‘মব’ রুখে দেওয়ার বার্তা

২০
X