নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীতে ৭ ডাকাত গ্রেপ্তার। ছবি : কালবেলা
নরসিংদীতে ৭ ডাকাত গ্রেপ্তার। ছবি : কালবেলা

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ দুই ডাকাত ও ডাকাতির অভিযোগে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নরসিংদী ও শিবপুর থানা পুলিশ।

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তাররা হলেন নরসিংদী পৌর এলাকার সাটিরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে সনেট ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল মিয়া। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়ারা হলেন- শিবপুর উপজেলার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন মিয়া, রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে আলামিন, নেত্রকোনা জেলার জুগলী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুদ মিয়া, কলমাকান্দা থানার হল্লাখালি গ্রামের মজনু মিয়ার ছেলে মাজহারুল ইসলাম, কুষ্টিয়ার কল্যাণপুর গাইনপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া। এর মধ্যে সনেটের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা আছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল হান্নান জানান, সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে নরসিংদী মডেল থানার এসআই মো. আ. গাফফার, পিপিএম মোজাম্মেল হক, পিএসআই মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে সনেট ও রুবেলকে হাতেনাতে আটক করা হয়।

পরে সনেটের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহেএক রাউন্ড গুলি ও রুবেলের কাছ থেকে একটি লোহার তৈরি চাপাতি এবং ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার জন্য এক হয়েছে বলে স্বীকার করেছেন। এ সময় তারা তাদের সহযোগী পলাতক আরও ১৩ আসামির নাম প্রকাশ করে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত ২৭ অক্টোবর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফ মিয়ার বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে সোমবার শিবপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তল্লাশি চালিয়ে উল্লেখিত পাঁচ ডাকাতকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

১০

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

১১

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

১২

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

১৩

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

১৪

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

১৫

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

১৬

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

১৮

আরাকান আর্মির মাদক সন্ত্রাসে বিপর্যস্ত দেশ

১৯

বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

২০
X