নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীতে ৭ ডাকাত গ্রেপ্তার। ছবি : কালবেলা
নরসিংদীতে ৭ ডাকাত গ্রেপ্তার। ছবি : কালবেলা

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ দুই ডাকাত ও ডাকাতির অভিযোগে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নরসিংদী ও শিবপুর থানা পুলিশ।

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তাররা হলেন নরসিংদী পৌর এলাকার সাটিরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে সনেট ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল মিয়া। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়ারা হলেন- শিবপুর উপজেলার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন মিয়া, রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে আলামিন, নেত্রকোনা জেলার জুগলী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুদ মিয়া, কলমাকান্দা থানার হল্লাখালি গ্রামের মজনু মিয়ার ছেলে মাজহারুল ইসলাম, কুষ্টিয়ার কল্যাণপুর গাইনপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া। এর মধ্যে সনেটের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা আছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল হান্নান জানান, সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে নরসিংদী মডেল থানার এসআই মো. আ. গাফফার, পিপিএম মোজাম্মেল হক, পিএসআই মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে সনেট ও রুবেলকে হাতেনাতে আটক করা হয়।

পরে সনেটের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহেএক রাউন্ড গুলি ও রুবেলের কাছ থেকে একটি লোহার তৈরি চাপাতি এবং ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার জন্য এক হয়েছে বলে স্বীকার করেছেন। এ সময় তারা তাদের সহযোগী পলাতক আরও ১৩ আসামির নাম প্রকাশ করে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত ২৭ অক্টোবর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফ মিয়ার বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে সোমবার শিবপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তল্লাশি চালিয়ে উল্লেখিত পাঁচ ডাকাতকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

১০

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১২

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১৩

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৪

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৫

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৬

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৭

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৮

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৯

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

২০
X