কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অনৈতিক কর্মকাণ্ডে মাদ্রাসা শিক্ষক যুগল আটক

কয়রা থানা। ছবি : কালবেলা
কয়রা থানা। ছবি : কালবেলা

খুলনার কয়রায় সিদ্দীকিয়া ফাজিলা (ডিগ্রি) মাদ্রাসার দুই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে এলাকাব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। অন্যদিকে, মাদ্রাসার শিক্ষকের সঙ্গে শিক্ষিকার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়রা সিদ্দীকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বাংলা শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে ওই মাদ্রাসার কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষিকার সঙ্গে দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক ছিল। ইতোপূর্বে তাদের পরকীয়ার সম্পর্ক জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ বসে বিষয়টির সমাধান করেন। পরে তাদের বারবার সতর্ক করার পরেও তারা তা ভ্রূক্ষেপ করেনি।

শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে কয়রার মদিনাবাদ গ্রাম বাড়ির পেছনের বাগান থেকে ওই শিক্ষক-শিক্ষিকাকে অনৈতিক অবস্থায় আটক করে স্থানীয় কিছু যুবক। পরে তাদের কয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ইতোমধ্যে অভিযুক্ত ওই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্কের সময় আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

৪ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে স্থানীয় যুবকেরা শিক্ষিকার কাছে তাদের সম্পর্কের কথা জানতে চাইলে তিনি বলেন, সাইফুল আমার চাচাতো ভাই। আমরা খারাপ কিছু করিনি। সে আজ আমাদের বাড়িতে থাকবে বলে এসেছে।

জানা যায় শিক্ষক সাইফুল ইসলামের বাড়ি কুষ্টিয়া শহরে দৌলতপুর থানায়। তিনি এনটিআরসি নিয়োগে গত ২০২২ সালে কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন। সেই থেকে কয়রা সদরের একটা ভাড়া বাসায় থাকেন তিনি।

স্থানীয় ইলিয়াস হোসেন বলেন, শনিবার রাতে কয়রা সিদ্দীকিয়া মাদ্রাসার ২ শিক্ষককে তাদের (শিউলি আক্তার) বাড়ির বাগান থেকে অনৈতিক কর্মকাণ্ডের সময় রাত আনুমানিক ১০টার দিকে আমরা আটক করি। তাদের পরিচয় জানতে চাইলে বলেন আমার চাচাতো ভাই আমাদের বাড়িতে থাকবে। পরে লোকজন জড়ো হতে থাকে। তখন আমরা কয়রা থানা পুলিশের কাছে তুলে দেই। তবে এর আগেও ওই শিক্ষক সাইফুল ইসলামকে একাধিক বার শিউলির বাড়িতে যাতায়াত করতে দেখা যায়।

৪নং কয়রা গ্রামের বাসিন্দা সমাজসেবক শেখ নুরুল হুদা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ড এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী তাদের আচরণে ক্ষুব্ধ। আমরা তাদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানছুর আলী কালবেলাকে বলেন, আমি শুক্রবার ও শনিবার ছুটিতে বাড়িতে ছিলাম। তবে ঘটনা শুনেছি। এখন জরুরি মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম কালবেলাকে বলেন, তাদের প্যানাল কোর্টে ২৯০ ধারায় কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার দুই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের ঘটনার কথা শুনেছি। এটা দুঃখজনক ব্যাপার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমদানির খবরে পেঁয়াজের বাজারে দরপতন

নতুন জোটে এনসিপির সঙ্গী হলো যারা

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন তা পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

নির্বাচনী কাজে বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিয়োগ নিয়ে ইসির যে সিদ্ধান্ত

কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লিড

এক যুগেরও বেশি সময় ধরে দুস্থদের পাশে শমসের আলী হেলাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ

‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ

সুখবর পেলেন যুবদলের এক নেতা

১০

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১১

গলার ক্যানসার চেনার ৫ প্রাথমিক লক্ষণ

১২

লিভারপুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর

১৩

এবার ২ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

বেনিনে প্রেসিডেন্টকে অপসারণের দাবি সেনাদের, পাল্টা বার্তা সরকারের

১৫

আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

১৬

টাঙ্গাইলে গির্জায় দুর্ধর্ষ চুরি

১৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে : সালাহউদ্দিন

১৮

শর্তসাপেক্ষে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি!

১৯

মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯

২০
X