কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অনৈতিক কর্মকাণ্ডে মাদ্রাসা শিক্ষক যুগল আটক

কয়রা থানা। ছবি : কালবেলা
কয়রা থানা। ছবি : কালবেলা

খুলনার কয়রায় সিদ্দীকিয়া ফাজিলা (ডিগ্রি) মাদ্রাসার দুই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে এলাকাব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। অন্যদিকে, মাদ্রাসার শিক্ষকের সঙ্গে শিক্ষিকার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়রা সিদ্দীকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বাংলা শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে ওই মাদ্রাসার কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষিকার সঙ্গে দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক ছিল। ইতোপূর্বে তাদের পরকীয়ার সম্পর্ক জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ বসে বিষয়টির সমাধান করেন। পরে তাদের বারবার সতর্ক করার পরেও তারা তা ভ্রূক্ষেপ করেনি।

শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে কয়রার মদিনাবাদ গ্রাম বাড়ির পেছনের বাগান থেকে ওই শিক্ষক-শিক্ষিকাকে অনৈতিক অবস্থায় আটক করে স্থানীয় কিছু যুবক। পরে তাদের কয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ইতোমধ্যে অভিযুক্ত ওই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্কের সময় আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

৪ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে স্থানীয় যুবকেরা শিক্ষিকার কাছে তাদের সম্পর্কের কথা জানতে চাইলে তিনি বলেন, সাইফুল আমার চাচাতো ভাই। আমরা খারাপ কিছু করিনি। সে আজ আমাদের বাড়িতে থাকবে বলে এসেছে।

জানা যায় শিক্ষক সাইফুল ইসলামের বাড়ি কুষ্টিয়া শহরে দৌলতপুর থানায়। তিনি এনটিআরসি নিয়োগে গত ২০২২ সালে কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন। সেই থেকে কয়রা সদরের একটা ভাড়া বাসায় থাকেন তিনি।

স্থানীয় ইলিয়াস হোসেন বলেন, শনিবার রাতে কয়রা সিদ্দীকিয়া মাদ্রাসার ২ শিক্ষককে তাদের (শিউলি আক্তার) বাড়ির বাগান থেকে অনৈতিক কর্মকাণ্ডের সময় রাত আনুমানিক ১০টার দিকে আমরা আটক করি। তাদের পরিচয় জানতে চাইলে বলেন আমার চাচাতো ভাই আমাদের বাড়িতে থাকবে। পরে লোকজন জড়ো হতে থাকে। তখন আমরা কয়রা থানা পুলিশের কাছে তুলে দেই। তবে এর আগেও ওই শিক্ষক সাইফুল ইসলামকে একাধিক বার শিউলির বাড়িতে যাতায়াত করতে দেখা যায়।

৪নং কয়রা গ্রামের বাসিন্দা সমাজসেবক শেখ নুরুল হুদা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ড এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী তাদের আচরণে ক্ষুব্ধ। আমরা তাদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানছুর আলী কালবেলাকে বলেন, আমি শুক্রবার ও শনিবার ছুটিতে বাড়িতে ছিলাম। তবে ঘটনা শুনেছি। এখন জরুরি মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম কালবেলাকে বলেন, তাদের প্যানাল কোর্টে ২৯০ ধারায় কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার দুই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের ঘটনার কথা শুনেছি। এটা দুঃখজনক ব্যাপার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কৃষিজমি ও পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট করা যাবে না’

‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

নেত্রকোনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী / কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

পৃথিবীর সবচেয়ে দামি পালক কোন পাখির?

১০

চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন / সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই : সলিম উল্লাহ

১১

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

১২

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

১৩

লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

কালবেলার সংবাদ পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য : জেলা ম্যাজিস্ট্রেট

১৫

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

১৬

বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ

১৭

সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

১৮

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

১৯

সুনামগঞ্জে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X