মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

আশাশুনিতে জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। ছবি : কালবেলা
আশাশুনিতে জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ জন সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আজকের সমাবেশে জনস্রোত আমাদেরকে উৎফুল্ল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এ ছাড়াও ডা. শহীদুল আলমের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল। বিগত ১৭ বছরে যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। মাফিয়াদের ছোবলে দেশ ধ্বংস হয়ে গেছে। বিচার ব্যবস্থা ভেঙ্গে গেছে। পুলিশ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। দেশে কিছুই নেই।

প্রধান অতিথি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন করে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে থাকবো। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে তিনি আহ্বান জানান।

তিনি বলেন, দেশে শ্রমিক অসন্তোষ, আনসার বাহিনী, ফ্যাসিস্ট সরকারের হাতে নিয়োগ কর্মকর্তারা এখন প্রশ্নবিদ্ধ আচরণ করছে। তিনি বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে অন্যায় প্রতিরোধে কাজ করা ও তারেক জিয়ার নির্দেশ মেনে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাতক্ষীরা পৌর সভার মেয়র তাসকিন আহমেদ চিশতী, দেবহাটা উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দীক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জেলা তাঁতী দল সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জাসাস সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান, কৃষক দল কেন্দ্রীয় সগযোগাযোগবিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূরুল হক খোকন, যুগ্ম-আহ্বায়ক তুহিন উল্লাহ তুহিন, শেখ আ. রশিদ, আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, মহিলা দলের সহসভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বেবী ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দল আহ্বায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রীউলা আহ্বায়ক আ. মালেক, দরগাহপুর আহ্বায়ক ইসলাম উদ্দীন, শোভনলী সদস্য সচিব জুলফিকর আলী ভুট্টো প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১০

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১১

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১২

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৩

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৪

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৫

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৬

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৭

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৮

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৯

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

২০
X