আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

আশাশুনিতে জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। ছবি : কালবেলা
আশাশুনিতে জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ জন সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আজকের সমাবেশে জনস্রোত আমাদেরকে উৎফুল্ল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এ ছাড়াও ডা. শহীদুল আলমের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল। বিগত ১৭ বছরে যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। মাফিয়াদের ছোবলে দেশ ধ্বংস হয়ে গেছে। বিচার ব্যবস্থা ভেঙ্গে গেছে। পুলিশ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। দেশে কিছুই নেই।

প্রধান অতিথি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন করে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে থাকবো। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে তিনি আহ্বান জানান।

তিনি বলেন, দেশে শ্রমিক অসন্তোষ, আনসার বাহিনী, ফ্যাসিস্ট সরকারের হাতে নিয়োগ কর্মকর্তারা এখন প্রশ্নবিদ্ধ আচরণ করছে। তিনি বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে অন্যায় প্রতিরোধে কাজ করা ও তারেক জিয়ার নির্দেশ মেনে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাতক্ষীরা পৌর সভার মেয়র তাসকিন আহমেদ চিশতী, দেবহাটা উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দীক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জেলা তাঁতী দল সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জাসাস সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান, কৃষক দল কেন্দ্রীয় সগযোগাযোগবিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূরুল হক খোকন, যুগ্ম-আহ্বায়ক তুহিন উল্লাহ তুহিন, শেখ আ. রশিদ, আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, মহিলা দলের সহসভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বেবী ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দল আহ্বায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রীউলা আহ্বায়ক আ. মালেক, দরগাহপুর আহ্বায়ক ইসলাম উদ্দীন, শোভনলী সদস্য সচিব জুলফিকর আলী ভুট্টো প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১০

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১১

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১২

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৩

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৪

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৫

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৬

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৭

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৮

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৯

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

২০
X