লালমনিরহাট জেলা কারাগারে শাহ নাজমুল ইসলাম (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। নাজমুল হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনি ওরফে দুলালের ছেলে। এ ছাড়াও তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে আশার (এনজিও) ঋণ প্রকল্পের একটি মামলায় হাজতবাস করছিলেন নাজমুল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, ২ শিক্ষকসহ আহত ৮
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, ‘সে একটি এনজিওর মামলায় কারাগারে ছিল। বিকেলে শুনলাম তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে এটা জানা নেই।’
লালমনিরহাট জেল সুপার মুহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য করুন