

কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযানে শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর ও কলেজ রোড এলাকার বোম্ব পট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া (৪৩) ও পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবুল মিয়া ৬০। গ্রেপ্তারদের মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা এবং থানা ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতাদের মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন