নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০১:৫০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করতে আলটিমেটাম

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ছাত্র সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ছাত্র সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন। ছবি : সংগৃহীত

আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা কমলেও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবি বাস্তবায়ন হয়নি। এতে ছাত্র সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে বাসমালিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন।

ছাত্র নেতারা বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া কমানোসহ তিন দাবিতে গত ২৮ অক্টোবর থেকে আন্দোলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম হরতালের ডাক দেয়। যার মধ্যে একটি দাবি ছিল শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে এ আন্দোলনে আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা অংশগ্রহণ করি। শনিবার জেলা প্রশাসন থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

ডিসি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের জন্য হাফপাসের ব্যবস্থাও থাকবে। আমরা এ ঘোষণার সাধুবাদ জানাই এবং যাত্রী অধিকার ফোরাম হরতাল প্রত্যাহার করে নেয়। তবে সোমবার বাস ভাড়া কমালেও শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করা হয়নি। বাসমালিকরা শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার কোনো নির্দেশনা দেননি বলে জানিয়েছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। এ অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিবে বলে আশা করি। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ‘হাফপাস’ কার্যকর না হলে শিক্ষার্থীদের নিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, ছাত্রফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক নাসিমা সরদার, জেলা ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রিফাত ইমতিয়াজ অয়ন্ত, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন বলেন, ‘আমরা বাসমালিকদের শিক্ষার্থীদের কাছ থেকে হাফভাড়া আদায় করার কথা বলেছি। তবে তারা কেন বিষয়টি কার্যকর করেননি, সে বিষয়ে আগামীকাল তাদের সঙ্গে কথা বলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

বাংলাদেশে দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ঢাকা ডিসির

১০

গুগল ক্রোমে অটোফিল এখন আরও সহজ

১১

ভিড়ের মাঝেও আলাদা ‘স্পর্শিয়া’

১২

যুদ্ধবিমানে রাডার লক, চীনের রাষ্ট্রদূতকে তলব করল জাপান

১৩

জামায়াত আমির / নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

১৪

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে

১৫

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

১৬

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

১৭

দাফনের ২ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

১৮

একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন

১৯

মঞ্চে নেচে বিতর্কে নেহা

২০
X