বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ছাত্রদল নেতা ‘আজীবন’ বহিষ্কার

আজীবন বহিষ্কৃত ছাত্রদল নেতা আইয়ুব আলী। ছবি : সংগৃহীত
আজীবন বহিষ্কৃত ছাত্রদল নেতা আইয়ুব আলী। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিয়ে, আবার আদালত দাঁড়িয়ে তাদের জামিন করানো ছাত্রদল নেতা আইয়ুব আলীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েছ ও সদস্যসচিব মো. পাপন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইয়ুব আলীকে বহিষ্কার করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সিনিয়র সহসভাপতি আইয়ুব আলীকে বারবার মৌখিক সতর্ক করা হয়। তবু তিনি সংগঠন পরিপন্থি কাজে লিপ্ত থাকায় তাকে সাংগঠনিক সব ধরনের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. পাপন মিয়া আইযুব আলীকে বহিষ্কারের বিষয় নিশ্চিত করে বলেন, আইয়ুব আলীর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি সংগঠন বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্রদল নেতা আইয়ুব আলী কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বরং প্রতিহিংসাবশত দলীয় পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে জড়ো হয়। এসময় আন্দোলন ঠেকাতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জন আসামি দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান, পিঞ্জলসহ মারাত্মক বিভিন্ন অস্ত্রপাতিতে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধর করে। এতে বেশকয়েকজন ছাত্র গুরুতর আহত হন। সেসময় উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তার হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।

৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় গত ৬ সেপ্টেম্বর ছাত্রদল নেতা আইয়ুব আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ধর্মমন্ত্রী ও ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখ করা হয়।

গত ২১ নভেম্বর জামালপুরের চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৪ আসামি স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চান। এসময় মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে বিচারককে জানান। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া অজ্ঞাত দুই আসামিকে জামিন দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী

আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

১০

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

১১

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

১২

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

১৩

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

১৪

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

১৫

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১৬

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১৭

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

১৮

এবার দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৯

পৃথক ফৌজদারি ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করল সরকার

২০
X