শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩২
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ৩ চিকিৎসক!

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অপেক্ষা। ছবি : কালবেলা
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অপেক্ষা। ছবি : কালবেলা

চিকিৎসকের চেম্বারের সামনে বিভিন্ন রোগে আক্রান্ত নারী-পুরুষের দীর্ঘ লাইন। সকাল থেকেই তারা এসেছেন দূরদূরান্ত থেকে। তাদের মধ্যে গরিব ও অসহায় রোগীও আছেন। তারা এসেছেন বিনামূল্যে চিকিৎসা আর ওষুধের জন্য। কিন্তু চিকিৎসক সংকটের কারণে দুর্ভোগে পড়েন তারা। এমন চিত্র কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জনবল সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে। প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় কয়েক হাজার মানুষ। কিন্তু হাসপাতালে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট এবং কর্মচারী না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় দুই লাখ মানুষ।

জানা গেছে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১৭ সালে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে দীর্ঘদিনেও অবকাঠামো ও সেবার মানে কোনো উন্নয়ন হয়নি।

হাসপাতাল সূত্র বলছে, সরকারি বিধিমোতাবেক ১৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন তিনজন। এ ছাড়া অভাব রয়েছে নার্স, এক্স-রে টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান আলট্রাসাউন্ড চিকিৎসক, দন্তচিকিৎসক, হেড অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, ক্লিনারসহ একাধিক পদ থাকলেও এখন আউটসোর্সিংয়ের মাধ্যমেও সংকট মেটানো যাচ্ছে না। এতে কেউই কাঙিক্ষত সেবা পাচ্ছেন না। এর মধ্যে কেউ ছুটিতে গেলে পুরো বিভাগই বন্ধ থাকে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কৃষ্ণ জানান, হাসপাতালে ভালো ডাক্তার নাই, ভালো ডাক্তার থাকলে কিশোরগঞ্জ শহরে যেতে হতো না। এই হাসপাতালে ওষুধও ঠিকমতো পাওয়া যায় না। একটা পাওয়া গেলেও আরেকটা কিনতে হয় বাইরে থেকে।

শিক্ষার্থী সাকার হোসেন বলেন, হাসপাতালে এমনিতেই জনবল সংকট। তার ওপর আবার প্রধান কর্মকর্তা নিয়মিত হাসপাতালে থাকেন না। হাসপাতালে মানুষ আসেন সুস্থ হওয়ার জন্য কিন্তু এখানে এসে উল্টো অসুস্থ হয়ে বাড়ি ফিরতে হয়। আমরা কবে এসব সমস্যা থেকে মুক্তি পাবো?

সাব-রেজিস্ট্রার অফিসের স্টাফ শারমিন বেগম জানান, হাসপাতালে এলে চিকিৎসকের অভাবে সঠিকভাবে সেবা পাওয়া যায় না। উপজেলায় হাসপাতাল থাকার পরও চিকিৎসার জন্য শহরে যেতে হয়। দ্রুত ওষুধসহ জনবল সংকট মেটানো দরকার।

অভিযোগ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম বলেন, সেবার মান ভালো দিতে হলে সঠিক জনবল দরকার। আমি যে পোস্টে কাজ করি, এই পোস্টে ১১ জন লোক থাকার কথা কিন্তু মাত্র আছে ৩ জন। ছুটিতে গেলে চিকিৎসাসেবা বন্ধ থাকে। যার জন্য কেউ ছুটিতে যাওয়া হয় না। এই হাসপাতালে অতিদ্রুত জনবল বৃদ্ধি করা দরকার।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ শাকিল আহমেদ বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরেই তিনজন স্টাফ নার্স দিয়ে জরুরি বিভাগ চালাচ্ছি, যা আমাদের জন্য কষ্টকর। আমরা কোনো সরকারি ছুটি কাটাতে পারি না কারণ ছুটিতে গেলে জরুরি বিভাগে মানুষ চিকিৎসা পাবে না। এই সমস্যাগুলো ওপর মহলে চিঠি লিখেও কোনো কাজ হচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আধুনিক মেশিন থাকার পরও মেডিকেল টেকনোলজিস্টের অভাবে এক্স-রে মেশিনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব বলেন, হাসপাতালে জনবল বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার চিঠি লেখা হয়েছে কিন্তু এখনো জনবল পাওয়া যায়নি। জনবলের অভাবে দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ। তাই গর্ভবতী নারীদের নিয়ে বাধ্য হয়ে শহরে যেতে হয় স্বজনদের। জনবল সংকট মেটানো সম্ভব হলে সেবার মান আরও বাড়বে।

তবে নিজের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার মায়ের অসুস্থতার জন্য ছুটিতে ছিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসস্তূপে এখনো স্ত্রী-স্বজনদের দেহ খুঁজছেন বৃদ্ধ

বাবা-মা হচ্ছেন পরমব্রত-পিয়া

স্বৈরাচারের প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে : আমিনুল হক

একইদিনে জবি-ঢাবির পরীক্ষা : ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

তিস্তার পানির বদলে ক্ষমতা চেয়েছেন শেখ হাসিনা : দুলু

আরও তিন জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে

স্বামীর সঙ্গে সকালে হাঁটতে বেরিয়ে লাশ হলেন স্ত্রী

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে : দুদু

পায়ের যে লক্ষণ দেখলে ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত

১০

ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার, অতঃপর...

১১

রাজধানীর মিরপুরে ভাইবোন গুলিবিদ্ধ

১২

বাড়ির ছাদে প্রেমিকার মায়ের হাতে ধরা পড়লেন যুবক, অতঃপর...

১৩

আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা : রিজভী

১৪

বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ

১৫

২৫৫ জন নিয়োগ দেবে ডাক বিভাগ

১৬

‘আ.লীগ ত্রিমুখী ষড়যন্ত্র ও গোপন সমঝোতা করে ক্ষমতায় এসেছিল’

১৭

আজ থেকে শুরু ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

১৮

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা

১৯

প্রি-অর্ডার চলছে রুহুল আমিনের ‘মোহ কাঠের নৌকা’র 

২০
X