শাহ জামাল শিশির, ঝিকরগাছা (যশোর)
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ফুলে স্বপ্ন বুনছেন চাষিরা

বাগান থেকে ফুল তুলছেন এক চাষি। ছবি : কালবেলা
বাগান থেকে ফুল তুলছেন এক চাষি। ছবি : কালবেলা

মাঠের পর মাঠে সারি সারি ফুলের বাগান। কোথাও গোলাপ, গাঁদা, কোথাওবা অর্কিড, পাতাবাহার, রজনীগন্ধার ঝোপ। বলছি যশোরের ঝিকরগাছার গদখালীর কথা। এ অঞ্চলে বছরজুড়ে ফুলচাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিলই মূল মৌসুম।

বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ এ পাঁচ মাস ফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। আর এসব দিবস সামনে রেখেই ফুলের আবাদ করেন গদখালীর চাষিরা।

এবারও এর ব্যতিক্রম হয়নি। চলতি বছরে অতি তাপমাত্রা আর অতিবৃষ্টির ধকল কাটিয়ে চাষিরা শতকোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন দেখছেন। দেশের মোট চাহিদার অন্তত ৭০ শতাংশ ফুল সরবরাহ করেন যশোরের গদখালী, পানিসারা, হাঁড়িয়া অঞ্চলের ফুলচাষিরা।

এবার মৌসুমের শুরুতেই বাড়তে শুরু করেছে ফুলের দাম। গতকাল সোমবার ভোরেই চাষিরা ফুল নিয়ে হাজির হয়েছিলেন গদখালী বাজারে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরব ছিল পাইকারি ফুলবাজার। যশোর-বেনাপোল মহাসড়কের দুধারে বিভিন্ন জাতের ফুলের পসরা সাজিয়ে বসেছিলেন কৃষক। ভ্যান, সাইকেল, মোটরসাইকেল বা ঝুড়িতে ফুল রেখে ঢাকা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরকষাকষি করছিলেন তারা।

এদিন বাজারে প্রতিটি গোলাপ বিক্রি হয় ৪-৫ টাকায়। প্রতি পিস রজনীগন্ধার দাম ছিল ৬ টাকা। রঙিন গ্লাডিওলাস প্রতিটি মানভেদে বিক্রি হয়েছে ১২-১৫, জারবেরা ১২-১৪ টাকায়। ফুল বাঁধাই হয় কামিনীর পাতায়। এই পাতার প্রতি আঁটির দাম ছিল ৫০ টাকা, আর জিপসির আঁটি ১০০ টাকা। মালা গাঁথার জন্য প্রতি ১০০ পিস চন্দ্রমল্লিকা ও প্রতি হাজার গাঁদা বিক্রি হয়েছে ৩০০-৪০০ টাকায়।

চলতি বছরের গ্রীষ্মে বেশ কয়েকবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে যশোরে। বর্ষাজুড়ে ছিল অতিবৃষ্টির দাপট। এমন বৈরী আবহাওয়ায় বেশ লোকসানে পড়তে হয় গদখালী ও এর আশপাশের ফুলচাষিদের। সে ক্ষতি কাটিয়ে উঠতে তারা এখন ফুলবাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

ফুল চাষিরা জানান, গদখালী অঞ্চলের ১ হাজার ২০০ হেক্টর জমিতে ১১ ধরনের ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এই এলাকার ৬ হাজার পরিবারের দেড় লাখ মানুষ ফুলচাষের সঙ্গে জড়িত। প্রতি বছর উৎপাদন হয় ৩৫০ কোটি টাকার ফুল। বছরের অন্য সময় ফুলের দাম পাওয়া গেলেও বর্ষাকালে তেমন চাহিদা থাকে না। তাই সে সময়ে চাষিরা গোখাদ্য হিসেবে ফুল ব্যবহার করেন।

পটুয়াপাড়া গ্রামের ছন্নত আলী এবার দুই বিঘা জমিতে গোলাপ চাষ করেছেন। তিনি বলেন, এ বছর অসময়ে বর্ষা হয়েছে। এখন বাড়তি পরিচর্যা করছি। সামনের অনুষ্ঠানে দাম ভালো পেলে লাভ হবে। চাষি সোহাগ হোসেন বলেন, দেড় বিঘা জমিতে রঙিন গ্লাডিওলাস চাষ করেছি। বৃষ্টিতে অনেক গাছ মারা গেছে। প্রতি বিঘায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। দাম ভালো না পেলে আমাদের ক্ষতি হয়ে যাবে।

আরেক চাষি সিয়াম হোসেন বলেন, এখন সেচ দিতে হবে। বাজার ভালো হলে এ বছর অনেক লাভ হবে। জারবেরা চাষি মঞ্জুরুল আলম বলেন, দুই বিঘা জমিতে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। এ বছর সাত থেকে আট লাখ টাকার জারবেরা ফুল বিক্রির আশা করছি।

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, এ বছর সর্বোচ্চ তাপমাত্রার পর অসময়ের বৃষ্টিতে ফুলচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে উৎসবের মৌসুম শুরু হয়েছে। সব ঠিক থাকলে এই অঞ্চল থেকে এবার শতকোটি টাকার ফুল বিক্রি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

জাবিতে ২০ বোতল মদসহ শিক্ষার্থী আটক

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

১০

ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই অকৃতকার্য

১১

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

১২

সবচেয়ে বেশি ও কম ভোটার কোন কোন আসনে

১৩

ভেনেজুয়েলা পরিচালনা নিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ

১৪

আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

১৫

স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর

১৬

ভেনেজুয়েলায় নির্বাচন নিয়ে আলোচনা এখনই নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

হঠাৎ ভালুকের মুখোমুখি দুই বন্ধু, অতঃপর...

১৮

খালেদা জিয়া ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী হয়ে চিরস্মরণীয় থাকবেন : চসিক মেয়র

১৯

কালবেলায় একাধিক পদে চাকরির সুযোগ 

২০
X