সিলেট ব্যুরো ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল চার্জ নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

সিলেটের কোম্পানীগঞ্জে  ত্রিমুখী সংঘর্ষের একটি চিত্র। ছবি : কালবেলা
সিলেটের কোম্পানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষের একটি চিত্র। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ৬০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে মাইকে ঘোষণা করে আবারও সংঘর্ষের জড়ায় কোম্পানীগঞ্জের তিন গ্রামের লোকজন। পরে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুজনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাতে উপজেলার বন্নি ও কাঁঠালবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে এটি ত্রিমুখী সংঘর্ষে পরিণত হয়। যাতে প্রায় ৪০ জন আহত হন। এ সময় বেশকিছু দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। রোববার সকালে মাইকে ঘোষণা করে আবারও কোম্পানীগঞ্জ থানা সদর, বর্ণি ও কাঁঠালবাড়িসহ ৩ গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কালবেলার সূত্রে জানা যায়, শনিবারের ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে বন্নি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে কাঁঠালবাড়ি গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। দুপুর সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার আড়াই ঘণ্টা পর সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান রাসেল কালবেলাকে বলেন, সংঘর্ষে এখন পর্যন্ত ৫০ জনের বেশি আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে ফের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় অনেক আহত হয়েছেন। তবে নিহতের ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ছোট খাটো বিষয় নিয়ে এত বড় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো আসলে কাম্য নয়। সবাইকে যার যার অবস্থান থেকে ধৈর্য ধরে অবস্থার অবনতি না ঘটানোর জন্য আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১০

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১১

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১২

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৩

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৪

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৫

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৬

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৭

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৮

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

১৯

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০
X