রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সৎ ছেলেদের নির্যাতনে হাসপাতালে মা হোসনেয়ারা

হাসপাতালে চিকিৎসাধীন হোসনেয়ারা বেগম। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন হোসনেয়ারা বেগম। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের কমলনগরে সৎ ছেলেদের একের পর এক নির্যাতনে হোসনেয়ারা বেগম (৪০) নামে এক বিধবা নারীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সর্বশেষ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় তাকে।

গুরুতর আহত হয়ে তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চার মাস আগে স্বামী মারা যাওয়ার পর সৎ ছেলেদের এমন নির্যাতনে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

হোসনেয়ারা উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুস সহিদের স্ত্রী।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিধবা হোসনেয়ারাকে দেখতে যান কালবেলা প্রতিবেদক।

এসময় তিনি জানান, প্রায় ২০ বছর আগে তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুস সহিদের স্ত্রী মারা যায়। এরপর পারিবারিকভাবে সহিদের সঙ্গে তার (হোসনেয়ারা) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলের জন্ম হয়। এ দুজনসহ আগের সংসারের চার ছেলে নিয়ে তাদের সুখে-শান্তিতে দিন কাটছিল। কিন্তু গেল সেপ্টেম্বর মাসে স্বামী সহিদ স্ট্রোকে করে মারা যান। এর পর থেকে তাদের অশান্তি শুরু হয়।

তিনি জানান, এরপর থেকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করতে সৎ ছেলেদের বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয় তাদের ওপর। সৎ ছেলে রিপন, হোসেন ও সবুজ তাকে শারীরিকভাবে বেশ কয়েকবার মারধরও করেন। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তিনি মৌখিক অভিযোগও করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় ওই তিন ছেলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে মারজাহান বেগম ও ছেলে সোহাগকেও মারধর করা হয়। পরে খবর পেয়ে তার ভাই নুর হোসেন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হোসনেয়ারা বেগমের অভিযোগ, বাড়ি থেকে তাড়িয়ে স্বামীর সম্পদ থেকে বঞ্চিত করতে সৎ ছেলেরা তাকে একের পর এক নির্যাতন করছেন। সৎ ছেলেদের এমন কর্মকাণ্ডে দুই সন্তান নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

হোসনেয়ারা বেগমের মেয়ে উপজেলার উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারজাহান বেগম জানান, সুন্দরভাবে লেখাপড়া চলে আসলেও বাবা মারা যাওয়ার পর তার জীবনে অমাবস্যার মেঘ নেমে আসে। বাবার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়েরা ভোগ করলেও তারা তার এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা দিতে পর্যন্ত অস্বীকৃতি জানায়। এতে করে ফরম পূরণে ব্যর্থ হওয়ার উপক্রম হলে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় তার ফরম পূরণ হয়।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এমন সৎ ভাই এ পৃথিবীতে যেন আর কারও না থাকে।

হোসনেয়ারা বেগমের ভাই নুর হোসেন জানান, স্বামী মারা যাওয়ার পর তার বোন সৎ ছেলেদের হাতে বারবার নির্যাতনের শিকার হচ্ছেন। একজন বিধবা নারীর ওপর সৎ ছেলেদের এমন নির্যাতন খুবই অমানবিক। এসব ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিধবার সৎ ছেলে মো. রিপন জানান, হোসনেয়ারা বেগমকে নির্যাতনের অভিযোগটি ভিত্তিহীন। বাড়ির একটি গাছ কর্তন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। মারধরের কথা সঠিক নয়।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে জানান, এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X