রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সৎ ছেলেদের নির্যাতনে হাসপাতালে মা হোসনেয়ারা

হাসপাতালে চিকিৎসাধীন হোসনেয়ারা বেগম। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন হোসনেয়ারা বেগম। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের কমলনগরে সৎ ছেলেদের একের পর এক নির্যাতনে হোসনেয়ারা বেগম (৪০) নামে এক বিধবা নারীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সর্বশেষ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় তাকে।

গুরুতর আহত হয়ে তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চার মাস আগে স্বামী মারা যাওয়ার পর সৎ ছেলেদের এমন নির্যাতনে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

হোসনেয়ারা উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুস সহিদের স্ত্রী।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিধবা হোসনেয়ারাকে দেখতে যান কালবেলা প্রতিবেদক।

এসময় তিনি জানান, প্রায় ২০ বছর আগে তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুস সহিদের স্ত্রী মারা যায়। এরপর পারিবারিকভাবে সহিদের সঙ্গে তার (হোসনেয়ারা) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলের জন্ম হয়। এ দুজনসহ আগের সংসারের চার ছেলে নিয়ে তাদের সুখে-শান্তিতে দিন কাটছিল। কিন্তু গেল সেপ্টেম্বর মাসে স্বামী সহিদ স্ট্রোকে করে মারা যান। এর পর থেকে তাদের অশান্তি শুরু হয়।

তিনি জানান, এরপর থেকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করতে সৎ ছেলেদের বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয় তাদের ওপর। সৎ ছেলে রিপন, হোসেন ও সবুজ তাকে শারীরিকভাবে বেশ কয়েকবার মারধরও করেন। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তিনি মৌখিক অভিযোগও করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় ওই তিন ছেলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে মারজাহান বেগম ও ছেলে সোহাগকেও মারধর করা হয়। পরে খবর পেয়ে তার ভাই নুর হোসেন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হোসনেয়ারা বেগমের অভিযোগ, বাড়ি থেকে তাড়িয়ে স্বামীর সম্পদ থেকে বঞ্চিত করতে সৎ ছেলেরা তাকে একের পর এক নির্যাতন করছেন। সৎ ছেলেদের এমন কর্মকাণ্ডে দুই সন্তান নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

হোসনেয়ারা বেগমের মেয়ে উপজেলার উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারজাহান বেগম জানান, সুন্দরভাবে লেখাপড়া চলে আসলেও বাবা মারা যাওয়ার পর তার জীবনে অমাবস্যার মেঘ নেমে আসে। বাবার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়েরা ভোগ করলেও তারা তার এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা দিতে পর্যন্ত অস্বীকৃতি জানায়। এতে করে ফরম পূরণে ব্যর্থ হওয়ার উপক্রম হলে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় তার ফরম পূরণ হয়।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এমন সৎ ভাই এ পৃথিবীতে যেন আর কারও না থাকে।

হোসনেয়ারা বেগমের ভাই নুর হোসেন জানান, স্বামী মারা যাওয়ার পর তার বোন সৎ ছেলেদের হাতে বারবার নির্যাতনের শিকার হচ্ছেন। একজন বিধবা নারীর ওপর সৎ ছেলেদের এমন নির্যাতন খুবই অমানবিক। এসব ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিধবার সৎ ছেলে মো. রিপন জানান, হোসনেয়ারা বেগমকে নির্যাতনের অভিযোগটি ভিত্তিহীন। বাড়ির একটি গাছ কর্তন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। মারধরের কথা সঠিক নয়।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে জানান, এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য দেবেন তিনটি জনসভায়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১০

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১১

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১২

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৩

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৪

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৫

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

১৬

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

১৭

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১৮

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১৯

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

২০
X