জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান
তারেক রহমান। পুরোনো ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালতের বিচারক।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) শ্যাম সুন্দর রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের উপস্থিতিতে এ রায় ঘোষণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এটিএম মোজাহিদ মনা।

রায় ঘোষণার সময় জেলা বিএনপির নেতারাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রায়ের পর বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা আনন্দ মিছিল করেছেন।

তারেক রহমানকে একমাত্র আসামি করে মামলাটি করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের (বর্তমান নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা জয়পুরহাট জ্যেষ্ঠ আমলি আদালতের বিচারক মো. তাজুল ইসলামের আদালতে একটি পিটিশন কেস দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালে তারেক রহমান লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলে কটূক্তি করে। যা বাংলাদেশের বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হয়। এতে তারেক রহমান দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এতে বাদি আবু বক্কর সিদ্দিক রেজার এক কোটি টাকার সম্মানহানি হয়েছে।

বিচারিক আদালতের বিচারক তাজুল ইসলাম মিয়া মামলাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সদর থানার এসআই মোখলেছুর রহমান মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩০ নভেম্বর এনজিআর মামলা হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে রিপোর্ট দেন। মামলায় বাদি রেজা ও তদন্ত কর্মকর্তা ওই সময়ের ওই জাতীয় দৈনিকে তারেক রহমানের যে বক্তব্যের যে খবর ছাপা হয়েছিল বলে বাদী দাবি করেছিল সেই পত্রিকাটি আদালতে মামলার প্রমাণ সাপেক্ষে দাখিল করা হয়নি। এছাড়াও বাদী মামলাটি দায়ের করার পর থেকে আদালতে কোনো হাজিরা দেননি।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) শাহনুর রহমান শাহিন কালবেলাকে বলেন, বাদী মামলা দায়ের করে দীর্ঘ দিন থেকে অনুপস্থিত এবং মানহানি সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ আদালতে দাখিল করতে না পারায় মিথ্যা হয়রানিমূলক মামলাটি ন্যায় বিচারের স্বার্থে আদালতের বিজ্ঞ বিচারক তারেক রহমানকে মানহানির মামলা থেকে অব্যাহত দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১০

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১১

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৩

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৪

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৫

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৬

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৭

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৮

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৯

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

২০
X