জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান
তারেক রহমান। পুরোনো ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালতের বিচারক।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) শ্যাম সুন্দর রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের উপস্থিতিতে এ রায় ঘোষণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এটিএম মোজাহিদ মনা।

রায় ঘোষণার সময় জেলা বিএনপির নেতারাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রায়ের পর বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা আনন্দ মিছিল করেছেন।

তারেক রহমানকে একমাত্র আসামি করে মামলাটি করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের (বর্তমান নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা জয়পুরহাট জ্যেষ্ঠ আমলি আদালতের বিচারক মো. তাজুল ইসলামের আদালতে একটি পিটিশন কেস দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালে তারেক রহমান লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলে কটূক্তি করে। যা বাংলাদেশের বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হয়। এতে তারেক রহমান দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এতে বাদি আবু বক্কর সিদ্দিক রেজার এক কোটি টাকার সম্মানহানি হয়েছে।

বিচারিক আদালতের বিচারক তাজুল ইসলাম মিয়া মামলাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সদর থানার এসআই মোখলেছুর রহমান মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩০ নভেম্বর এনজিআর মামলা হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে রিপোর্ট দেন। মামলায় বাদি রেজা ও তদন্ত কর্মকর্তা ওই সময়ের ওই জাতীয় দৈনিকে তারেক রহমানের যে বক্তব্যের যে খবর ছাপা হয়েছিল বলে বাদী দাবি করেছিল সেই পত্রিকাটি আদালতে মামলার প্রমাণ সাপেক্ষে দাখিল করা হয়নি। এছাড়াও বাদী মামলাটি দায়ের করার পর থেকে আদালতে কোনো হাজিরা দেননি।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) শাহনুর রহমান শাহিন কালবেলাকে বলেন, বাদী মামলা দায়ের করে দীর্ঘ দিন থেকে অনুপস্থিত এবং মানহানি সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ আদালতে দাখিল করতে না পারায় মিথ্যা হয়রানিমূলক মামলাটি ন্যায় বিচারের স্বার্থে আদালতের বিজ্ঞ বিচারক তারেক রহমানকে মানহানির মামলা থেকে অব্যাহত দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১ বছর পর জানা গেল ছেলের হত্যাকারী বাবা, স্ত্রীও নিহত

ইসরায়েলি রাজনীতিকের ছবি গাজার যোদ্ধা বলে প্রচার, অতঃপর...

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদণ্ড

সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করেছি : সিইসি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি 

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

সরে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

১০

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

১১

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

১২

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

১৩

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

১৪

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

১৫

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

১৬

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

১৭

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

১৮

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

১৯

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

২০
X