বরিশালের গৌরনদী মডেল থানা-পুলিশ তিন কেজি গাঁজাসহ জাকির সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকির (৩০) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জাকির সরদারকে আটক করতে গৌরনদী থানার একটি দল গত শনিবার সন্ধ্যায় রামসিদ্দি গ্রামে অভিযান চালায়।
এ সময় জাকিরকে গ্রেপ্তার করা হয় এবং তার বসতঘরে তিন কেজি গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে শনিবার রাতে জাকিরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া জাকির সরদার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় ছয়টি মামলা আদালতে বিচারাধীন। জাকিরকে আজ রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’
মন্তব্য করুন