বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের

মরদেহ দেখতে এলাকাবাসী ভিড় করছেন। ছবি : কালবেলা
মরদেহ দেখতে এলাকাবাসী ভিড় করছেন। ছবি : কালবেলা

জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে প্রাণ গেল আনসারুল হক (৬০) নামে দুলাভাইয়ের। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মমিনটলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনসারুল হক ওই গ্রামের মৃত নিয়াসুর ছেলে।

অভিযুক্ত চাচাতো শ্যালকের নামও আনছার আলী। তিনি একই গ্রামের ইসমত উদ্দীনের ছেলে। এ ঘটনার পর শ্যালকের ছোট ভাই নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বছর ধরে ৮ শতাংশ জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার এ বিষয়ে মীমাংসা করলেও সমাধান হয়নি। বৃহস্পতিবার সকালে বিরোধ চলা জমিতে হালচাষের পর ভুট্টা রোপণ করার চেষ্টা করছিলেন দুলাভাই আনসারুল হক, তার ছেলে এনামুল হক ও তার স্ত্রী সেকিধন। এ সময় তাদের বাধা দেন শ্যালক আনছার আলী, তার ভাই নজরুল ইসলাম ও তার লোকজন। দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে আনছারের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দুলাভাই আনসারুল হক।

পরে স্থানীয়রা আনসারুল হককে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে এনামুল হক অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধ শুরুর পর থেকেই হত্যাকারীরা আমার বাবাকে হুমকি দিয়ে আসছিল। সকাল বেলা ভুট্টা লাগানোর সময় কেউ বাধা দিতে যায়নি। দুপুরে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে আনছার ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। লাঠি দিয়ে আমার বাবাকে হত্যা করেছে আনছার আলী। আমি বাবা হত্যার বিচার চাই।

আমজানখোর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই মারা গেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে যুবককে স্থানীয়রা ধরে পুলিশ হেফাজতে দিয়েছে। নিহতের পরিবার এজাহার দিলে যদি ওই এজাহারে আটক নজরুল ইসলামের নাম থাকে, তাহলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাওয়া কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১০

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১১

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১২

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৩

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৪

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

১৫

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

১৬

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

১৭

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

১৮

বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্ক

১৯

উদ্বেগ জানালেন আজহারি

২০
X