খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ছাত্রলীগ নেতা সজল কারাগারে, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

ছাত্রলীগের খুলনা মহানগরের সহসভাপতি রনবীর বাড়ই সজলকে প্রিজন ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
ছাত্রলীগের খুলনা মহানগরের সহসভাপতি রনবীর বাড়ই সজলকে প্রিজন ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সহসভাপতি রনবীর বাড়ই সজলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে হাজির করা হলে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ সময় সজলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আদালত সূত্রে জানা গেছে, খালিশপুর থানার বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ মামলায় শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সহসভাপতি রনবীর বাড়ই সজলকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ডিম নিক্ষেপ করেন। তাকে মেট্রোপলিটন গারদখানায় নামানোর সময় বিক্ষুব্ধরা কিল-ঘুষি মারেন।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বাগেরহাটের মোংলার খাসেরডাংগা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরীর সাতরাস্তা, ময়লাপোতা মোড়সহ একাধিক স্থানে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেন সজল বাড়ৈ। খুলনার ছাত্রলীগের সভাপতির ছোট ভাই হওয়ায় এমনিতেই প্রভাবশালী ছিলেন। পুলিশের সঙ্গে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের হুমকি এবং লাঞ্ছিত করা ছিল সজলের প্রধান কাজ। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তার বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলার পাঁচ থানায় হত্যাসহ ৭টি মামলা হলে গা ঢাকা দিয়েছিলেন তিনি।

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ২০২৩ সালের ২২ অক্টোবর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট ঘটনায় গত ৩০ আগস্ট খালিশপুর থানায় মামলা দায়ের হয়। যুবদল খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ নুরুল ইসলাম মামলাটি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুর ১২টায় রনবীর বাড়ৈ সজলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন জামিন এবং রিমান্ডের আবেদন কোনো পক্ষই করেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম কালবেলাকে বলেন, গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও খুলনা সদর থানায় পাঁচটি মামলা এবং জেলার বটিয়াঘাটা থানায় একটি হত্যা ও রূপসা থানায় একটি মারামারির মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতাদের জরুরি বৈঠক

আফগানিস্তানে ভূমিকম্পের ঘটনায় আহমাদুল্লাহর শোক

বায়তুশ শরফ স্বর্ণপদক পাচ্ছেন জবি শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল

‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’ কীভাবে জন্ম নিল পুতিনের রাশিয়া

কোথায় গেল  বাপ্পি লাহিড়ীর বিপুল স্বর্ণ?

নির্বাচনে নৌ ও বিমানবাহিনীর সদস্যরা কাজ করবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক আমিনুর রহমান টুকু মারা গেছেন

রাজনীতি করার কোনো অধিকার নেই জাপার : নাহিদ

আবারও আঁচল–আরজু

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ

১০

ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

১১

চবি-বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

১২

বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল : দুলু

১৩

ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি 

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে প্রকৌশলীদের শ্রদ্ধা

১৫

সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

১৬

তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ : লায়ন ফারুক

১৭

পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর নিহত

১৮

আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল, নেপথ্যে কী?

১৯

এতদিন ক্ষমতায় থাকলেন কেন, প্রশ্ন জামায়াত নেতার

২০
X