রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৬

ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের একটি চিত্র। ছবি : কালবেলা
ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের একটি চিত্র। ছবি : কালবেলা

ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুরের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর জিনোম মেডিকেল কলেজে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে নকলা উপজেলা থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাতশালা ইউনিয়নের জোড়াপাম্প এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন ও গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতরা হলেন অটোরিকশাচালক লোকমান হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম, কামরুজ্জামান বাবু ও তার ছোট বোন মাইশা তাসলিমা মীম এবং নিনা রানী।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস এবং অটোরিকশা আটক করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি জুবায়েদুল আলম ছয়জন নিহতের কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে পুলিশের আওতায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতি কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১০

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১১

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

১২

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১৩

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১৪

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১৫

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৬

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৭

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৮

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৯

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

২০
X