বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় নারী কেলেঙ্কারির অভিযোগে পুলিশের এসআই সাময়িক বরখাস্ত

এসআই মিথুন চক্রবর্তী । ছবি : কালবেলা
এসআই মিথুন চক্রবর্তী । ছবি : কালবেলা

নারী কেলেঙ্কারির অভিযোগে বগুড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিথুন চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

সোমবার (১৪ আগস্ট) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত সাত মাস আগে জেলার শেরপুর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন মিথুন চক্রবর্তী। এরই মধ্যে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের এক তরুণীর সঙ্গে তার সাবেক স্বামীর টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ বাধে। একপর্যায়ে জাতীয় পরিসেবা ৯৯৯-এ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যান এসআই মিথুন চক্রবর্তী। সেখানে তরুণীর সঙ্গে পরিচয় হয়। সম্পর্ক চলাকালীন নিজের পরিচয় গোপন করে বিয়ের প্রলোভনে ওই তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন মিথুন। কিন্তু পরবর্তীতে ওই পুলিশ কর্মকর্তার ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী তরুণী।

বিগত ২২ জুলাই ঘটনাটি জানিয়ে জেলার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলে প্রাথমিকভাবে অভিযোগটি প্রমাণিত হওয়ায় গত ৯ আগস্ট এসআই মিথুন চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা কালবেলাকে বলেন, মিথুন চক্রবর্তী ছয় থেকে সাত মাস আগে শেরপুর থানায় কর্মরত ছিলেন। কিন্তু চলতি মাসের ১ আগস্ট এই থানা থেকে তাকে আদমদীঘি থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া মিথুন চক্রবর্তীর নামে জেলার পুলিশ সুপারের কাছে এক তরুণীর অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।

এদিকে আদমদীঘি থানার ওসি রেজাউল করিমের কাছে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে কালবেলাকে বলেন, চলতি মাসের ৮ আগস্ট এসআই মিথুন চক্রবর্তী আদমদীঘি থানায় যোগদান করেন। পর দিন ৯ আগস্ট জেলার পুলিশ সুপারের স্বাক্ষরিত তাকে সাময়িক বরখাস্তের এক আদেশ থানায় পৌঁছালে তাকে থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত রয়েছেন।

তবে অভিযুক্ত পুলিশের এসআই মিথুন চক্রবর্তীর দাবি করেন, অভিযোগকারী তরুণীর সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। অবশ্য সেই বিষয়টি আপস-মীমাংসা হয়ে গেছে। এরপরও বিভাগীয় শাস্তি হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ অভিযোগ তদন্তের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) মিথুন চক্রবর্তীর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত শেষে পুলিশ সুপারের দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১০

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১১

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১২

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৩

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৪

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৫

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৬

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৭

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

১৮

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

২০
X