খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা কত

সাতসকালে আত্রাই নদীতে নৌকা দিয়ে মাছ ধরছেন জেলে। ছবি : কালবেলা
সাতসকালে আত্রাই নদীতে নৌকা দিয়ে মাছ ধরছেন জেলে। ছবি : কালবেলা

উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েক দিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের। রাতের হিমশীতল ঠান্ডা বাতাসে জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। গত কয়েক দিনের তুলনায় আজও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৬টায় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে মঙ্গলবার এ জেলায় দেশের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশা না থাকলেও বইছে হিম বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছেন। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। দিনের বেলা সূর্যের দেখা মিললেও কাজে যাচ্ছেন না অনেকেই। ভোরে ঘন কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

ভ্যানচালক ইদ্রিস আলী বলেন, ‘সকালে বের হয়ে কোনো লাভ নেই। এমনিতে যে ঠান্ডা বের হতে মন চায় না। সকালে লোকজনও কম। তাই ইনকামও কম।

দিনমজুর শাহিনুর ইসলাম বলেন, সকালে একদম কাজে যেতে মন চায় না, দুই দিন ধরে সূর্যই ওঠে না। কি যে এক জ্বালায় আছি।

কৃষক রহমান জানান, রসুন লাগিয়েছি। কয়েক দিন আগে দিনের তাপে পুড়ে যাচ্ছিল। এখন রোদ না থাকায় কিছুটা স্বস্তিতে আছি। দেখা যাক কি হয়।

চিকিৎসা নিতে আসা রোগী নূর আমিন বলেন, দিনে গরম রাতে ঠান্ডা এ অবস্থায় জ্বরে ভুগছি। সেই সাথে সর্দি, কাশি ও গলা ব্যথা তো আছেই। এই আবহাওয়ায় চরম বিপাকে আছি।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের সেই সঙ্গে হিমেল হাওয়া। জেলায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪% এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X