চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার দিয়ে বই বিতরণ, বিচার চাইলেন বিএনপি নেতা

শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার দিয়ে বই বিতরণ, বিচার চাইলেন বিএনপি নেতা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার দিয়ে বই বিতরণ করছেন বিএনপি নেতা। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার নিয়ে বই বিতরণ করেছে বিএনপি নেতা মো. তাজুল ইসলাম। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে আরেক পোস্টে তিনি এই ব্যানার সাঁটানোর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গতবছরের ব্যানার দিয়েই এ বছর বই বিতরণ করা হয়েছে। তাই এমনটা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বই বিতরণের ওই ছবি পোস্ট করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে দাবি করে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিচার দাবি করেন তিনি।

জানা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে বুধবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসব না হলেও কিছু বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের আয়োজন করে কর্তৃপক্ষ। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন। এদিন সকালে অতিথি হয়ে বিএনপি নেতা তাজুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। পরে আবার সেই ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন। ব্যানারে শেখ হাসিনার ছবি থাকায় নেটিজেনরা বিরূপ মন্তব্য করেন। তাৎক্ষণিক আরেকটি পোস্টের মাধ্যমে তাজুল ইসলাম সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, ‘আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।’

চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারি কালবেলাকে বলেন, ‘বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল কার্ডে অনলাইন রিচার্জ চালু, কীভাবে করবেন

জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, চাঞ্চল্যকর দাবি আসামের মুখ্যমন্ত্রীর

‘এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা’

রোহিঙ্গাদের আরও ৫০ লাখ ডলার অনুদান দক্ষিণ কোরিয়ার

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি প্রমাণিত হলে যে শাস্তি

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে ২৮ জনকে উদ্ধার

খুমেক হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান 

জিনপিংয়ের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে কী কথা হলো ট্রাম্পের?

ফর্টিফাইড রাইস উৎপাদন বিষয়ে দুদিনের প্রশিক্ষণ

ইথিওপিয়া থেকে আসা ছাই ভারত-পাকিস্তানের আকাশেও

১০

শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, উত্তাল ক্যাম্পাস

১১

কফিন থেকে হুট করে ভেসে এলো শব্দ, অতঃপর...

১২

‘ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই’

১৩

রাতের জামতৈল স্টেশন যেন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য

১৪

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবার প্রতি ব্যক্তিগত চিকিৎসকের অনুরোধ

১৫

‘সুখবর’ পেলেন বিএনপির আরও ৬৫ নেতা

১৬

পোস্টাল ব্যালট / ভোট দিতে ৩১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১৭

বোরখা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত

১৮

নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : রিজভী 

১৯

গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মারা গেছেন

২০
X