কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি ধাওয়ার পর ‘কাইট্টা’ নিয়ে এমপি সমর্থকদের মহড়া

মঙ্গলবার কিশোরগঞ্জে বর্তমান এমপি ও সাবেক এমপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ছবি: কালবেলা
মঙ্গলবার কিশোরগঞ্জে বর্তমান এমপি ও সাবেক এমপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ছবি: কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় শোক দিবসে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে দেশীয় অস্ত্র (স্থানীয় ভাষায় কাইট্টা) নিয়ে মহড়া দিয়েছেন বর্তমান সংসদ সদস্যের সমর্থকরা।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার হোসেন্দী বাজারে (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ নূর মোহাম্মদের সমর্থক আমজাদ হোসেন সবুজের নেতৃত্বে মহড়া দেওয়া হয়। এ সময় হোসেন্দী বাজারে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেন তারা।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে হাজারো নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান সাবেক এমপি সোহরাব উদ্দিন। এ সময় পাকুন্দিয়া বাজার জামে মসজিদ এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শ্রদ্ধা জানানোর অনুমতি দেয় পুলিশ। পরে সেখানে শ্রদ্ধা জানিয়ে পাটুয়াভাঙ্গা দরগা বাজার এলাকায় ফিরছিলেন তারা। এ সময় হোসেন্দী বাজারে বর্তমান এমপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনার পর আমজাদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।

সাবেক এমপির অনুসারী হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমেল মিয়া বলেন, ‘প্রোগ্রাম করে বাড়ি ফেরার পথে বর্তমান এমপির সমর্থকরা আমাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী আশিক মাথায় আঘাত পেয়ে আহত হয়েছে।’

এ বিষয়ে বর্তমান এমপির অনুসারী হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সবুজ বলেন, ‘সাবেক এমপির অনুসারীরা ফুল দিয়ে ফেরার পথে হোসেন্দী বাজারে আমাদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে আসে। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন।’

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, দুপক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছে শুনে তারা ঘটনাস্থলে যান। তবে সেখানে গিয়ে কাউকে পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১০

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১১

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১২

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৩

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৪

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৫

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৬

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৭

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৮

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৯

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

২০
X