ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফসলের মাঠে সাদা বকের মেলা

কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় ফসলের মাঠে সাদা বকের ঝাঁক। ছবি : কালবেলা 
কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় ফসলের মাঠে সাদা বকের ঝাঁক। ছবি : কালবেলা 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আমন ধান ঘরে তোলার পর বোরো ধান আবাদের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা। এসব জমি ঘিরে আগাগোনা বেড়েছে সাদা বকের। মূলত জমিতে থাকা কীটপতঙ্গ খেতেই জড়ো হয় এই বকেরা। ফসলের মাঠে বকের মিলন মেলায় যেন চিরচেনা বাংলার অপরূপ চিত্র ফুটে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফসলি মাঠে ঘন কুয়াশার মধ্যে কৃষকরা ইরি-বোরো ধান আবাদের লক্ষ্যে জমি চাষ করছেন। এসব চাষকৃত জমিতে ও এর আশপাশের জমিতে অসংখ্য সাদা বকের ঝাঁক। এরা চাষকৃত জমির মাটির নিচ থেকে বেরিয়ে আসা নানা ধরনের পোকামাকড় খেতেই জড়ো হয়েছে। অসংখ্য বকের উড়ে যাওয়ার এমন দৃশ্যে ফসলের মাঠে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, জমি চাষের সময় প্রতিদিন সকাল হলেই কোথা থেকে যেন ছুটে আসে দলবেঁধে সাদা বক মূলত ক্ষেতের পোকামাকড় খায়। একসঙ্গে এতো বকের উপস্থিতি বছরের অন্য সময় দেখা যায় না। তবে কোনো পাখি শিকারী যাতে এদের শিকার করতে না পারে সে দিকে খেয়াল রাখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ইয়ামিন ইসলাম বলেন, আমাদের বাড়ির পাশের জমিগুলোতে ভোর থেকেই সাদা বকের ঝাঁক দেখা যায়। বকগুলোর ওড়াউড়ি ও খুনসুটি দেখতে বেশ ভালো লাগে। এ দৃশ্য যেন মন ভালো করে দেয়।

স্কুল শিক্ষক জামাল হোসেন বলেন, পাখি প্রকৃতির সম্পদ। আমাদের ভুলে অনেক পাখি আজ বিপন্নের পথে। সাদা বকও একসময় যতটা দেখা যেত দিন দিনই এর সংখ্যা কমে আসছে। পাখিদের বিপন্নের হাত থেকে রক্ষা করতে প্রথমেই আমাদেরকে এর শিকার বন্ধ করতে হবে। পাখিদের বাসযোগ্য আবাসস্থল সংরক্ষণ করতে হবে।

তিনি বলেন, এ সময়টায় সাদা বক উল্লেখযোগ্য হারে কৃষি জমিতে বেশি দেখা যাচ্ছে। ফসলি জমির কীটপতঙ্গ খেতেই এরা ঝাঁক বেধে আসছে চাষাবাদ করা জমিতে। তবে এ বকগুলোকে যেন শিকারিরা বিরক্ত না করে সেদিকে নজর দেওয়া জরুরি।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, সাদা বক একটি অতি পরিচিত পাখি। গ্রামাঞ্চলে এই পাখির অবাধ বিচরণ দেখা যায়। এরা সাধারণত ছোট মাছ ও কীটপতঙ্গ খায়। তবে এ পাখি আগের তুলনায় অনেক কম দেখা যায়।

তিনি বলেন, এ সময়টায় কৃষকরা বোরো ধান আবাদ করার জন্য জমি চাষ করছে। ফসলের মাঠে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। জমি চাষ করার কারণে এসব মাটির নিচ থেকে বাইরে বেরিয়ে আসে। আর এসব খেতেই সাদা বকগুলো জমিতে জড়ো হয়। এতে ফসলের মাঠের ক্ষতিকর পোকামাকড় নিধন হয়। ফলে কৃষকদেরও উপকার হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

জীবাশ্ম জ্বালানি ছাড়াই কপ-৩০ চুক্তি, শক্তি রূপান্তর কি তাহলে থমকে গেল?

এমআইইউর ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

১০

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

১১

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

১২

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

১৩

বিইউএফটির সঙ্গে ৪ শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

১৪

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

১৫

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

১৬

ইশরাক হোসেন / দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

১৭

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

১৮

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

১৯

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

২০
X