

ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ৯নং ওয়ার্ডের গাবতলী সিটি কলোনিতে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সকাল থেকেই শত-শত রোগীর উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়, যা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।
তুলি বলেন, বিশেষ করে শিশু ও মায়েদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পরিকল্পিত পদক্ষেপ নেবো। সাধারণ মানুষ যেন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, রাতের অন্ধকারে কেউ কালো টাকা নিয়ে এলে সেই টাকা নিলেও ভোট দেবেন না। কেউ বিকাশ নম্বর বা ভোটার আইডি কার্ড চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দিন। ভয় পাবেন না—আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
মেডিক্যাল ক্যাম্পে ১৫ সদস্যের চিকিৎসক দল সেবাপ্রদান করেন। উপস্থিত ছিলেন ডা. আবুল খায়ের, ডা. সাঈদ মাহমুদ তমাল, ডা. মামুনসহ অন্য চিকিৎসকরা।
এ সময় ‘মায়ের ডাক’ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা, রুবেলসহ ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ক্যাম্প শেষে তুলি বনগাঁ এলাকার বিভিন্ন গ্রাম, স্কুল, হাট-বাজার ও বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচি নিয়ে আপনাদের কাছে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ১৯ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন। আপনাদের বিশ্বাস ভঙ্গ করবো না। এলাকার জীবনমান উন্নয়নে আমার অনেক পরিকল্পনা রয়েছে।
এ সময় বনগাঁ এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা ও জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে ‘মায়ের ডাক’-এর এই উদ্যোগ।
মন্তব্য করুন