কিশোরগঞ্জের ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ৪৮তম শাহাদাৎবার্ষিকী পালনে সমাজের ৪৮ জন এতিম ও অসহায় শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত অপারেশনের মাধ্যমে এই সুন্নতে খাৎনা সম্পন্ন করেন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডা. বুলবুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলার বেশ কয়েকটি এতিমখানাসহ গ্রামের হতদরিদ্র শিশুদের বিনামূল্যে সুন্নতে খাৎনার আওতায় আনা হয়েছে। এ ছাড়াও অপারেশনের মাধ্যমে সুন্নতে খাৎনার পর দুই ঘণ্টা হাসপাতালে অবজারবেশনে রাখা হয়। এতে খুশি শিশুসহ অভিভাবকরা।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই উদ্যোগ নেয়। আর আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছি। এ ছাড়াও প্রতিটি শিশুকে একটি নতুন লুঙ্গি ও গেঞ্জি উপহার হিসেবে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন