ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ এএম
অনলাইন সংস্করণ

মেহেদি রাঙা দুই হাত ঝুলছিল অন্তরার

অন্তরা আক্তার। ছবি : সংগৃহীত
অন্তরা আক্তার। ছবি : সংগৃহীত

অন্তরার নিথর হাত রাঙা মেহেদিতে। দশম শ্রেণি পড়ুয়া মেয়ের লাশের পাশে মায়ের বিলাপ- ‘আমার অন্তরা দুই-হাতে মেন্দি লাগাইছিন। ছুডুবেলা থাইকা সাজুগুজু করতে পছন্দ করতো। আমার কত কষ্টের অন্তরা গো, অন্তরারে কিবায় (কীভাবে) বিদায় নিলো গো। মা (অন্তরা) তোমার দমডা (নিশ্বাস) কেমনে জানি গেছে গো, কত কষ্ট অইছে তোমার দমডা যাইতে গো।’

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় মেয়ের নিথর দেহের পাশে এভাবেই বিলাপ করছিলেন অন্তরার মা নাসিমা খাতুন (৪২)।

মেয়েকে হারিয়ে বারবার তিনি মূর্ছা যাচ্ছিলেন নাসিমা খাতুন। আশপাশে দাঁড়িয়ে থাকা স্বজন–প্রতিবেশীরা নির্বাক।

দুপুরে অন্তরা আক্তার (১৫) মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে অন্তরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে য়ায় পুলিশ।

মা নাসিমা খাতুনের দাবি, তার মেয়েকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

পরিবার ও স্থানীয়রা জানান, অন্তরা আক্তার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর প্রথম গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার মেয়ে। তিন ভাই ও দুই বোনের মাঝে অন্তরা সবার ছোট ছিল। অন্তরা ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। অন্তরা আক্তারের বাবা-মা ঢাকায় একটি কোম্পানিতে চাকুরির সুবাদে রাজধানীর তেজগাঁও মডেল হাই স্কুলের দশম শ্রেণিতে পড়তো। গত ৫ জানুয়ারি ঢাকা থেকে নিজেদের বাড়িতে আসে অন্তরা। গ্রামের বাড়িতে অন্তরা সৎ ভাইয়েরা বসবাস করত। অন্তরা বাড়িতে গিয়ে একাই ঘরে থাকে, নিজে রান্না করে খায়। তিনদিন আগে চাচাতো বোন লিজাকে নিয়ে অন্তরা নিজের হাতে মেহেদির আলপনা এঁকেছিল।

পরিবারের সদস্যরা জানায়, ঢাকা থেকে তার বাবা-মা প্রতিদিন ফোনে অন্তরার খোঁজ নিতেন। কিন্তু রোববার সারাদিন অন্তরার ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ দেখায়। পরে ওইদিন সন্ধ্যায় বাড়ির লোকজনের নম্বরে কল দিয়ে অন্তরার খোঁজ নিতে বলেন তার বাবা-মা। সন্ধ্যায় বাড়ির লোকজন অন্তরাদের ঘরের দরজা লাগানো দেখে ভাবে অন্তরা ঢাকা চলে গেছে। অন্তরার বাবা ফের কল করলে বাড়ির লোকজন রোববার রাত ৯টার দিকে অন্তরাদের টিনশেড ঘরের ছিদ্র দিয়ে দেখতে পান- ভেতর থেকে দরজা লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে অন্তরা। এসময় তারা চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

অন্তরার বাবা জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, অন্তরা এক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছিল। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের আড়ায় সঙ্গে ওড়ানা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল অন্তরা। তার বিছানার বালিশের নীচ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। তবে অন্তরা ঠিক কী কারণে এমনটি করেছে তা বলতে পারছে না কেউ। প্রেমের সম্পর্কের টানাপোড়েনের কারণে অন্তরা আত্মহত্যা করতে পারে এমনটি ধারণা করছে পুলিশ।

তবে নিহতের বড় বোন ঝিনুক আক্তার বলেন, কারও সঙ্গে অন্তরার প্রেমের সম্পর্ক ছিল কি না তা আমাদের জানা নেই। কেন সে আত্মহত্যা করলো তা বুঝতে পারছি না।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

শীতে ত্বক কেন চুলকায়

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

১০

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

১১

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

১২

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

১৩

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১৪

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১৬

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৭

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৮

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৯

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

২০
X