ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে হামলাকারী শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সমন্বয়কদের আলটিমেটাম

ফরিদপুরের ছাত্র সমন্বয়কদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ফরিদপুরের ছাত্র সমন্বয়কদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যা ও হামলার একাধিক মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরসহ প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের ছাত্র সমন্বয়করা।

রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরিদপুরের অন্যতম ছাত্র সমন্বয়ক সোহেল রানা। এ সময় গোলাম নাছিরের ছবি সম্বলিত প্রতীকী ফাঁসির ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা রাস্তার পাশের সংবাদ সম্মেলনে হাজির হন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রকাশ্যে পলাতক আসামি গোলাম নাছির ফরিদপুর জেলা শ্রমিক লীগের সহসভাপতি জুবায়ের জাকির বক্তব্য দেন। তারা দুজনে শ্রমিক ফেডারেশনের নেতা।

ওই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক েদলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এমন একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ নেওয়া ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি গোলাম নাছির ও জুবায়ের জাকির রাজধানীতে বিএনপির অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখার বিষয়টি মেনে নিতে পারছেন না ফরিদপুরের ছাত্র সমন্বয়করা। আসামিদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে এ আলটিমেটাম দেন ছাত্র সমন্বয়করা।

সমন্বয়ক সোহেল রানা বলেন, ৫ আগস্টের আগে নাছিরসহ যারা ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলায় অংশ নিয়েছিল, পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আজ থেকে অনশনে যাওয়ার কথা ছিল তাদের। পুলিশ প্রশাসনকে আগামী পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আশানুরূপ দৃশ্যমান গ্রেপ্তার দেখাতে না পারলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমন্বয়ক আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলার সঙ্গে জড়িত রয়েছে তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে ছাড়া ৯ গোলের উৎসবে বিশ্বকাপে পর্তুগাল

সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন? আসল রহস্য জেনে নিন

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

নিখোঁজের ৩ দিন পর পর্যটকের লাশ উদ্ধার

এক ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা

খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

এক সপ্তাহে ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

খাতা চ্যালেঞ্জ করে সুখবর পেল ২৩৩১ শিক্ষার্থী

আবারও ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক

১০

সংখ্যালঘু ঐক্যমোর্চার কনভেনশন / ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন সময়ের দাবি

১১

ঢাকায় শিক্ষক সমাবেশে অসুস্থ হওয়া ফাতেমা মারা গেছেন

১২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

১৩

এনসিপির যুব সংগঠনের নেত্রী ঐশীর পদত্যাগ

১৪

সিরাজগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৫

মনোনয়ন নিলেন সারজিস, বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন

১৬

খরা কাটাতে কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা ইরানের

১৭

নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না : মিনু

১৮

এমআইসিএস জরিপ, বাল্যবিবাহ কমলেও কিশোরী মাতৃত্ব বাড়ছে

১৯

পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন

২০
X