পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায়কারী তাদের বিচার চাই : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে তাদের যেসব লোক হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি দাবি করেন তিনি। কিন্তু যারা অন্যায় করেনি, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলেও জানান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের টাউন ক্লাবের হলরুমে পিরোজপুরে বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে করবে। তাতে বিএনপির কিছু আসে যায় না।

এ ছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিএনপির ১ হাজার ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির স্ট্যান্ডিং কমিটি অত্যন্ত সচেষ্ট। তারা যে কোনো মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নাকি আলাদাভাবে অংশ নেবেন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি বলে জানিয়েছেন বিএনপির এ নেতা। তবে নির্বাচনের সময় ঘোষণার পর বিএনপি জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

আর জামায়াতের সঙ্গে বৈরী সম্পর্কের বিষয়ে মিন্টু বলেন, আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিংবা জামায়াতে ইসলামীর কোনো দ্বন্দ্ব নেই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে এবং সে অনুযায়ী দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান এবং মাহাবুবুল হক নান্নু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে : ব্যারিস্টার খোকন

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০ নভেম্বর পর্যন্ত আবেদন করুন ব্র্যাক ব্যাংকে

তছনছ করে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

সিরিয়ার ওপর সিজার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে পেন্টাগন

অফিসার পদে নিয়োগ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স

রাজধানীতে আজ কোথায় কী

১০

দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে : মান্নান

১১

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

০১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

কুবি ছাত্র সংসদ নির্বাচন / অনাবাসিকদের প্রার্থিতা ও ভোটাধিকার নিয়ে বিতর্ক

১৫

বগুড়ায় ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে নির্বাচনী জনসংযোগে ব্যস্ত বিএনপির যেসব প্রার্থী

১৬

কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা, মালিকের ভাইসহ গ্রেপ্তার ৩

১৭

একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান

১৮

‘ঢাকায় দানোত্তম কঠিন চীবর দান উৎসব’

১৯

আখাউড়ার ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিলেন কবীর ভূঁইয়া

২০
X