পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায়কারী তাদের বিচার চাই : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে তাদের যেসব লোক হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি দাবি করেন তিনি। কিন্তু যারা অন্যায় করেনি, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলেও জানান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের টাউন ক্লাবের হলরুমে পিরোজপুরে বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে করবে। তাতে বিএনপির কিছু আসে যায় না।

এ ছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিএনপির ১ হাজার ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির স্ট্যান্ডিং কমিটি অত্যন্ত সচেষ্ট। তারা যে কোনো মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নাকি আলাদাভাবে অংশ নেবেন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি বলে জানিয়েছেন বিএনপির এ নেতা। তবে নির্বাচনের সময় ঘোষণার পর বিএনপি জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

আর জামায়াতের সঙ্গে বৈরী সম্পর্কের বিষয়ে মিন্টু বলেন, আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিংবা জামায়াতে ইসলামীর কোনো দ্বন্দ্ব নেই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে এবং সে অনুযায়ী দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান এবং মাহাবুবুল হক নান্নু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি

দাফনের সময় নড়ে উঠল নবজাতক, অতঃপর...

নেতার সঙ্গে জড়িয়ে গেছেন স্ত্রী, নিরুপায় স্বামীর হাহাকার

দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

দিল্লিতে সভা / ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি মানতে হবে’

পাখি আর মানুষের এক অসম প্রেমের গল্প

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য বন্ধের আহ্বান ইউরোপিয়ান কমিশনের 

মেঘনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

মোদি-পুতিন ঘনিষ্ঠতা সত্ত্বেও ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক চাচ্ছে ইইউ

বিতর্কিত শিল্পপতি রিপন মুন্সি অবশেষে কারাগারে

১০

জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই : তারেক রহমান

১১

ধর্ষণের অভিযোগের বিষয়ে মুখ খুললেন সেই অভিনেতা

১২

জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার

১৩

ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক

১৪

নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা

১৫

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরিতে কত?

১৬

পাচারের সময় ৭২ বস্তা সরকারি চালসহ মাঝি আটক

১৭

চোখ দেখেই বোঝা যাবে শরীরে কী রোগ হয়েছে

১৮

কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ১৯ জনের মৃত্যু, বাঁচার উপায় কী

১৯

গাজায় চালু থাকা কয়েকটি হাসপাতালের কাছে হামলা, নিহত ১৯

২০
X