কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

একটি চক্র ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ডা. তাহের

কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা
কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, গত দু-তিন দিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র। সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারও কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ এ দেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এ দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের সব দলকে স্বাধীন-সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

দীর্ঘ ৩৬ বছর পর মনোহরগঞ্জ জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানস্থলে দলের নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শূরা ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতেন সেক্রেটারি জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব, মাওলানা মাকসুদুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

পুকুরে মিলল রুপালি ইলিশ

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

১০

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

১১

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

১২

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

১৩

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১৪

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

১৫

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১৬

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১৭

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

১৮

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৯

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

২০
X