চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যে ফাটল ধরার সুযোগ নিচ্ছে ভারত : মাহমুদুর রহমান

চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সাংবাদিকের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সাংবাদিকের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। ছবি : কালবেলা

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত ৫ আগস্টে আমাদের যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য গত পাঁচ মাসে কমে গেছে। ঐক্যে চিড় ধরার কারণে ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলছে। আমরা যদি ৫ আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভারত এতদিনে আত্মসমর্পণ ও বাংলাদেশের পরিবর্তন মেনে নিত। বাংলাদেশের ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা তারা করত না। ফাটল দৃশ্যমান হওয়ায় ভারত হাল ছাড়ছে না।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সাংবাদিকের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আপনারা ভাববেন না, ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে তাদের এত বড় পরাজয় মেনে নেবে। গত পাঁচ মাস ধরে আপনারা দেখছেন তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। একের পর এক কার্ড খেলে যাচ্ছে। আপনাদের এখান (চট্টগ্রাম) থেকেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল। একেকটা কার্ডে পরাজিত হচ্ছে আবার নতুন কার্ড নিয়ে আসছে।

আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, গত দুদিন ধরে তারা একটি কার্ড খেলার চেষ্টা করছে। ড. ইউনুস নাকি পদত্যাগ করেছেন। ফেসবুকে তারা একটি ভুয়া পদত্যাগপত্র ভাইরাল করার চেষ্টা করেছিল। তরুণ উপদেষ্টাদের কথা বলেছে, তারা নাকি দেশ ছেড়ে পালিয়েছে। কোনো কোনো জায়গায় তো পতিত ফ্যাসিবাদের ক্যাডাররা মিছিল করার চেষ্টা করেছে। পুলিশ কয়েকজনকে আটকও করেছে। এগুলো পাশের দেশের এক একটা কার্ড। তারা হাল ছাড়ছে না।

মাহমুদুর রহমান বলেন, আমাদের চ্যালেঞ্জ আবার ৫ আগস্টের ঐক্যে ফিরে যাওয়া। রাজনৈতিক দল, ছাত্রজনতা ও পেশাজীবী আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন সেটাতে ফিরে আসুন। পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি। তাদের কাছে অনুরোধ, একটু শান্ত হোন। আপনাদের মধ্যে রাজনৈতিক মতভেদ আছে, তা আলাপ আলোচনার মধ্যে সমাধান করুন। আপনারা ভারতকে আবার বাংলাদেশের প্রধান করার সুযোগ দেবেন না। যদি দেন ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

অনুষ্ঠানে মাহমুদুর রহমানকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুট হওয়া অস্ত্র উদ্ধার করলে অর্থ পুরস্কার দেবে সরকার

ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা

টাইগারদের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড

এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

১০

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

১১

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

১২

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

১৩

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

১৪

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

১৫

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১৬

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১৭

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১৮

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৯

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

২০
X