চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যে ফাটল ধরার সুযোগ নিচ্ছে ভারত : মাহমুদুর রহমান

চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সাংবাদিকের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সাংবাদিকের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। ছবি : কালবেলা

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত ৫ আগস্টে আমাদের যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য গত পাঁচ মাসে কমে গেছে। ঐক্যে চিড় ধরার কারণে ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলছে। আমরা যদি ৫ আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভারত এতদিনে আত্মসমর্পণ ও বাংলাদেশের পরিবর্তন মেনে নিত। বাংলাদেশের ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা তারা করত না। ফাটল দৃশ্যমান হওয়ায় ভারত হাল ছাড়ছে না।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সাংবাদিকের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আপনারা ভাববেন না, ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে তাদের এত বড় পরাজয় মেনে নেবে। গত পাঁচ মাস ধরে আপনারা দেখছেন তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। একের পর এক কার্ড খেলে যাচ্ছে। আপনাদের এখান (চট্টগ্রাম) থেকেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল। একেকটা কার্ডে পরাজিত হচ্ছে আবার নতুন কার্ড নিয়ে আসছে।

আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, গত দুদিন ধরে তারা একটি কার্ড খেলার চেষ্টা করছে। ড. ইউনুস নাকি পদত্যাগ করেছেন। ফেসবুকে তারা একটি ভুয়া পদত্যাগপত্র ভাইরাল করার চেষ্টা করেছিল। তরুণ উপদেষ্টাদের কথা বলেছে, তারা নাকি দেশ ছেড়ে পালিয়েছে। কোনো কোনো জায়গায় তো পতিত ফ্যাসিবাদের ক্যাডাররা মিছিল করার চেষ্টা করেছে। পুলিশ কয়েকজনকে আটকও করেছে। এগুলো পাশের দেশের এক একটা কার্ড। তারা হাল ছাড়ছে না।

মাহমুদুর রহমান বলেন, আমাদের চ্যালেঞ্জ আবার ৫ আগস্টের ঐক্যে ফিরে যাওয়া। রাজনৈতিক দল, ছাত্রজনতা ও পেশাজীবী আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন সেটাতে ফিরে আসুন। পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি। তাদের কাছে অনুরোধ, একটু শান্ত হোন। আপনাদের মধ্যে রাজনৈতিক মতভেদ আছে, তা আলাপ আলোচনার মধ্যে সমাধান করুন। আপনারা ভারতকে আবার বাংলাদেশের প্রধান করার সুযোগ দেবেন না। যদি দেন ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

অনুষ্ঠানে মাহমুদুর রহমানকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X