নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ও সেই ছবি ফেসবুকে পোস্ট করায় পৌর বিএনপির সভাপতি কাজি আবদুর রহিমকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান শোকজের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে বুধবার চিঠি দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাতিয়া পৌর বিএনপি সভাপতি কাজী আবদুর রহিম হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার (১৫ আগস্ট) মাদ্রাসার পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়ার আয়োজন করা হয়। এতে শিক্ষক কাজী আবদুর রহিম উপস্থিত ছিলেন এবং ওই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন।
অভিযুক্ত শিক্ষক কাজী আবদুর রহিম কালবেলাকে বলেন, আমি ওই মাদ্রাসায় শিক্ষকতা করি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপস্থিত ছিলাম। ফেসবুকে ছবিও দিয়েছি। জাতীয় নেতাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের অবদানকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। সময়মতো চিঠির জবাব দেওয়া হবে।
হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভির উদ্দিন বলেন, কাজী আবদুর রহিম মাদ্রাসায় চাকরি করেন। সে ক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে যেভাবে প্রচার করেছেন তা অত্যন্ত দুঃখজনক। কারণ এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি দলীয় প্রোগ্রামও। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিতে আসায় তাকে শোকজ করা হয়েছে।
মন্তব্য করুন