চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ওসি নাজিম উদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার। ছবি : সংগৃহীত
পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার। ছবি : সংগৃহীত

দেওয়ানি আদালতের আদেশের তোয়াক্কা না করে থানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলার হুমকিসহ থানার প্রশ্রয়ে ভবনে অবৈধ অনুপ্রবেশ করে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে পাঁচলাইশ থানার ওসি ও এসআইসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া ওই মামলায় অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকেও আসামি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. অলি উল্লাহ এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার রহমতগঞ্জ রোডের মৃত ওয়াহেদ আজগর চৌধুরীর ছেলে আহমেদ ফয়সাল চৌধুরী (৪২), পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার, একই থানার এস আই মো. জাকির (৪০) সহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জন।

বিষয়টি বাদীর আইনজীবী ব্যারিস্টার আফরোজা আক্তার কালবেলাকে নিশ্চিত করে বলেন, ভবন ছেড়ে দিতে বাদীনির ছেলে থানায় নিয়ে শাসানো, ভবনে অনুপ্রবেশ করে পুলিশের সামনেই ভাঙচুর, মারামারি করে আসামিরা। এর আগে থানায় মামলা দিতে গেলেও ওসি মামলা নেয়নি। পরে আজ আদালতে মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত পিবিআই তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনকে কল দিলে তা রিসিভ করেন এস আই (তদন্ত) আখতারুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ওসি স্যার ছুটিতে আছেন। শনিবার রাতে তিন অফিসে আসবেন।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সাল থেকে পাঁচলাইশের জাংগাল পাড়ার রিজিয়া ম্যানশনের একটি ফ্লাটে বসবাস করছেন শামিমা ওয়াহেদ। ২০১২ সালে স্বামী ওয়াহেদ আজগর চৌধুরী মৃত্যুর পরে আহমেদ ফয়সাল চৌধুরী শামিমা ওয়াহেদ ও তার দুই নাবালক সন্তানদের বিভিন্ন মিথ্যা মামলা ও সামাজিকভাবে হয়রানি করে। একপর্যায়ে গত ২৭ জুলাই দুপুর আড়াইটার দিকে থানায় নিয়ে গিয়ে এক সপ্তাহের মধ্যে ভবন ছাড়ার হুমকি দেন ওসি। এসময় শামিমা ওসিকে রিজিয়া ভবনটি নিয়ে দেওয়ানি আদালতের নিষেধাজ্ঞার আদেশ বারবার দেখালেও তা তোয়াক্কা করেনি। গত ১২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ওসির নির্দেশে আহমেদ ফয়সাল চৌধুরী ও এসআইসহ আরও পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী নিয়ে ওই ভবনে অনুপ্রবেশ করেন। এসময় শামিমার ভাই সাজ্জাদুল ইসলামকে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করলে ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে এস আই জাকির অস্ত্র ঠেকিয়ে শামিমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে আটকে রাখেন। এরপর প্রাণভিক্ষা চাইলে ওসির নির্দেশে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ১৫ দিনের মধ্যে চাঁদা না দিলে মিথ্যা মামলা দিয়ে হাজত বাস ও জানে মেরে ফেলার হুমকিও দেন তারা। গত ১৬ আগস্ট ভবনে ঢুকে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তাদের বের করে দেওয়ার চেষ্টা চালানো হয়। ওইদিন বিকেল ৫টার দিকে বিদেশি দৈত্যাকার কুকুর নিয়ে অবস্থান করে ভবনের বাসিন্দাদের ভয় দেখান তারা। এতেও পুলিশ নীরব দর্শকরের ভূমিকা পালন করেন। পরে ১৭ আগস্ট শামিমা ওয়াহেদ বাদী হয়ে ওসি ও এসআইসহ আহমেদ ফয়সাল চৌধুরীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআই তদন্তের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবরাকোন্ডা

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

১০

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

১১

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

১২

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

১৩

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেওয়া যাবে না নির্বাচনে

১৪

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৫

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

১৬

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

১৭

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

১৮

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

১৯

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

২০
X