ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্মেলনের প্রতিবাদে বিএনপির একাংশের মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিল করে বিএনপির একাংশ। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিল করে বিএনপির একাংশ। ছবি : কালবেলা

ত্যাগী, নির্যাতিত ও বিএনপির মূল ধারার নেতাকর্মীদের বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জেলা বিএনপির সম্মেলন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে একাংশের নেতাকর্মীরা। এর প্রতিবাদে মশাল মিছিল করেছেন তারা।

আগামী ১ ফেব্রুয়ারিতে জেলায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করে দলটি।

রোববার (২৬ জানুয়ারি) রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

মশাল মিছিলটি শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে বের হয়ে কালিবাড়ি মোড়, টিএরোড, কোর্ট রোড, কুমারশীল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম ও জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধক্ষ জসীম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা মো. নিয়ামুল হক, জেলা যুবদলের সহসভাপতি রাশেদ কবির আকন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে যারা কারা নির্যাতিত হয়ে পরিবার-পরিজন হারিয়েছে, শত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে তাদের বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রহসনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত সাবেক ছাত্রলীগ নেতা বিএনপির লেবাসধারী কবির আহমেদ ভূইয়ার কুট-কৌশলে একটি মহল এ সম্মেলনের আয়োজন করতে চাচ্ছে।

বক্তরা বলেন, বিএনপির মূলধারাকে পাশ কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সম্মেলন করতে দেওয়া হবে না। সম্মেলন স্থগিত না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। প্রয়োজনে সম্মেলন প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

মশাল মিছিলে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ছাড়াও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলনের সব প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনড় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১০

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১১

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১২

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৩

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৪

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৫

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৬

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৮

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৯

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

২০
X