আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠের বেড়া ভাঙচুর

জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের বেড়া ভাঙচুর করা হয়। ছবি : কোলাজ
জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের বেড়া ভাঙচুর করা হয়। ছবি : কোলাজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই মাঠে নারী ফুটবল টিমের খেলা আয়োজনের কথা ছিল। মূলত নারী ফুটবল টিমের খেলা ঠেকাতেই মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে এলাকার বিক্ষুব্ধ একদল মানুষ জড়ো হয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

আয়োজকরা জানান, ওই মাঠে বুধবার (২৯ জানুয়ারি) জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল টিমের মধ্যকার ম্যাচ আয়োজনে কথা ছিল। স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠটি টিন দিয়ে ঘেরাও করে প্রায় দেড় মাস ধরে ফুটবল খেলা চলছিল। প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ারে বসে ৭০ টাকা খেলা দেখার টিকিট বিক্রি করা হচ্ছিল। টি-স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন।

অবশ্য স্থানীয়রা জানিয়েছেন, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন।

মঙ্গলবার বিকেলে খেলার মাঠের বেড়া ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। সেই ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে বিক্ষুব্ধ লোকজন জড়ো হন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এরপর সেখান থেকে তারা খেলার মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।

টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি সামিউল হাসান ইমন জানান, বুধবার বিকেলে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষোভকারীরা এসে টিনের বেড়া ভেঙে দিয়ে যায়। এতে আমাদের লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।

এদিকে নারীদের ফুটবল খেলার আয়োজনের কথা জানেন না বলে দাবি করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, খেলার মাঠের টিনের বেড়া ভেঙে দেওয়ার ঘটনা আমার জানা নেই। ইউএনও স্যার আজকে বিকেলে (মঙ্গলবার) আমাকে জানিয়েছেন, বুধবার খেলার আয়োজক ও বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, বুধবার নারী দলের ফুটবল খেলার কথা আমাকে আয়োজকরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। আয়োজকরা ও বিক্ষোভকারীদের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে আজ (বুধবার) তাদের নিয়ে বসার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

১০

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

১১

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১২

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১৩

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১৪

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৮

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৯

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২০
X