চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

চাতাল থেকে ধান-গম সংগ্রহ করবে ‘ব্রি গ্রেইন কালেক্টর’

কৃষিযন্ত্রের উন্মোচন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কর্মকর্তারা। ছবি : কালবেলা
কৃষিযন্ত্রের উন্মোচন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কর্মকর্তারা। ছবি : কালবেলা

কৃষিখাতকে আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহবাদে আধুনিক কৃষিযন্ত্র উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলামার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেখানে প্রতিনিয়ত নানা ধরনের আধুনিক কৃষিযন্ত্র তৈরি হচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ সংযোজন ‘ব্রি গ্রেইন কালেক্টর’। যেটি দিয়ে চাতাল থেকে সরাসরি ধান গম সংগ্রহ করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) নতুন এ কৃষিযন্ত্রের উন্মোচন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কর্মকর্তারা।

ব্রির সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে যন্ত্রটি আধুনিকায়ন করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশের বাংলামার্কের কারখানা পরিদর্শন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এ সময় তিনি বলেন, এ ধরনের কৃষি যন্ত্রপাতি দেশে তৈরি হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলামার্কের

এ উদ্যোগ কৃষকদের জন্য সাশ্রয়ীমূল্যে ভালোমানের যন্ত্রপাতি নিশ্চিত করবে। যা কৃষিপণ্যে উৎপাদনশীলতা বাড়াতেও সহায়ক হবে। সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় প্রযুক্তিগত দক্ষতাও বাড়াবে।

প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী বলেন, ‘সনাতন পদ্ধতিতে চাষাবাদে কৃষকের অনেক শারীরিক পরিশ্রম হতো। উৎপাদনও কম ছিল। এখন কৃষকের কষ্ট ও খরচ কমছে। আবার উৎপাদনও বাড়ছে। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার নিশ্চিত করতে পারলে খাদ্য উৎপাদনে বিপ্লব হবে।’

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের (এসএফএমআরএ) পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম বলেন, কৃষিতে কষ্ট ইফেক্টিভ প্রযুক্তির দিকে নজর দিচ্ছি। এ লক্ষ্যে গবেষণা দলটি কাজ করছে। প্রান্তিক কৃষকরা যাতে আধুনিক কৃষির সুফল ভোগ করতে পারে, সে জন্য এ ধরনের উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

বাংলামার্কের এমডি মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য কৃষকদের স্বল্পমূল্যে উন্নত কৃষিযন্ত্র দেওয়া। পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন বাড়ানো। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এক জমিতে বছরে ৩-৪ বার পর্যন্ত ফসল ফলানো সম্ভব।

আরও উপস্থিত ছিলেন এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া, বাংলামার্কের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামসহ কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।

সরেজমিন দেখা যায়, ব্রির গবেষণাকৃত বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার, চপার মেশিন, ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডিং মেশিন, ধান শুকানোর মেশিনসহ নানা ধরনের কৃষিযন্ত্র তৈরি হচ্ছে বাংলামর্কের কারখানায়। এ ছাড়া হাওর অঞ্চলের উপযোগী করে কম্বাইন হারভেস্টার মেশিনের দেশীয় রূপ দেওয়ারও কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের তারকাদের নিয়ে তীব্র সমালোচনায় রোমারিও!

প্রধান উপদেষ্টার প্রেস উইং / বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমীরের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত

দুই মহাদেশের দুই প্রতিযোগিতা থেকে মেসি-রোনালদোর বিদায়

দেশকে নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা

চুরির সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নির্ধারিত সময়ের দুই মাস আগে সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

বিশ্লেষণ / সুপারপাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা

শ্রমজীবী মানুষের ওপর নির্যাতন বন্ধের দাবি

যশোরে জৈব বায়োলিডে বাড়ছে ধানের ফলন

৩২ বছর খুলছে জাকসুর দুয়ার, নির্বাচনের তারিখ ঘোষণা

১০

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

১১

এনসিপির প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানাল ইশরাকের আইনজীবী 

১২

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান

১৩

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ / ভারতের প্রতি সমর্থন, তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র

১৪

বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ 

১৫

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

১৬

এআই আর্মস রেস  / ইসলামি দেশগুলোকে নিয়ে বসছে ইরান

১৭

কেউ গোপনে ভালোবাসছে? জেনে নিন তার ৭টি লক্ষণ

১৮

রক্তাক্ত গাজা : ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

২০
X