কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ক্রীড়াবিদ

ছবি : এআই
ছবি : এআই

২০২৫ সালে বৈশ্বিক অনলাইন সার্চের জগতে রাজনীতি ও বিনোদনের দাপট থাকলেও, ক্রীড়াঙ্গনের কয়েকজন তারকা নিজেদের অবস্থান শক্তভাবেই ধরে রেখেছেন। মাঠের পারফরম্যান্স, ব্যক্তিগত রেকর্ড, বিতর্ক কিংবা ভবিষ্যৎ সম্ভাবনা— সব মিলিয়ে কিছু ক্রীড়াবিদ ছিলেন বছরজুড়ে বৈশ্বিক কৌতূহলের কেন্দ্রে।

আহরেফস সার্চ ভলিউম ডেটার ভিত্তিতে প্লেয়ার্সটাইমের এক বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদদের তালিকায় ফুটবল তারকারাই মূলত আধিপত্য বিস্তার করেছেন।

শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৫ সালেও অনলাইনে সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বয়স, ক্যারিয়ারের ভবিষ্যৎ, নতুন রেকর্ড এবং ক্লাব ও জাতীয় দল সংক্রান্ত আলোচনাই তাকে সার্চ তালিকার শীর্ষে রেখেছে।

বিশ্লেষণে দেখা গেছে, সামগ্রিকভাবে খেলাধুলা খাতের প্রতিনিধিত্ব তুলনামূলক কম হলেও রোনালদোর একক জনপ্রিয়তা তাকে বৈশ্বিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে ধরে রেখেছে।

নতুন প্রজন্মের আগমন : লামিন ইয়ামাল

২০২৫ সালের সার্চ তালিকায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ সংযোজন তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। উদীয়মান এই প্রতিভা প্রথমবারের মতো বৈশ্বিক শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। অল্প বয়সেই আন্তর্জাতিক ফুটবলে আলোচনায় আসা, সম্ভাবনাময় ভবিষ্যৎ এবং ধারাবাহিক পারফরম্যান্স— সব মিলিয়ে ইয়ামালকে ঘিরে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

বিশেষজ্ঞদের মতে, ইয়ামালের এই সার্চ উত্থান প্রমাণ করে যে, কেবল প্রতিষ্ঠিত তারকাই নয়, উদীয়মান ক্রীড়াবিদরাও বৈশ্বিক আগ্রহের বড় অংশ দখল করতে পারেন।

কেন খেলোয়াড়রা কম, কিন্তু আলোচনায় তীব্র?

সামগ্রিকভাবে ২০২৫ সালের শীর্ষ ১০০ সার্চ হওয়া ব্যক্তিত্বের তালিকায় খেলাধুলা খাতের অংশ ছিল প্রায় ১৬ শতাংশ। অর্থাৎ বিনোদন ও চলচ্চিত্রের তুলনায় খেলোয়াড়ের সংখ্যা কম। তবে যেসব ক্রীড়াবিদ তালিকায় ছিলেন, তাদের ক্ষেত্রে সার্চ ভলিউম ছিল অত্যন্ত ঘনীভূত।

বিশ্লেষণে বলা হয়েছে, খেলাধুলার ক্ষেত্রে সার্চ বৃদ্ধির পেছনে সাধারণত নির্দিষ্ট মুহূর্ত কাজ করে—

১. বড় ম্যাচ বা টুর্নামেন্ট

২. রেকর্ড ভাঙা পারফরম্যান্স

৩. ইনজুরি, অবসর বা ক্লাব বদলের গুঞ্জন

৪. কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কোনো ঘটনা

এই কারণেই খেলোয়াড়দের সার্চ জনপ্রিয়তা অনেক সময় হঠাৎ বেড়ে যায়, আবার দ্রুত কমেও যেতে পারে।

দেশভেদে ক্রীড়াবিদদের প্রভাব

সার্চ ডেটায় দেশভেদে ভিন্ন চিত্রও উঠে এসেছে।ব্রাজিল ও পোল্যান্ডে সবচেয়ে বেশি সার্চ হয়েছে ফুটবল তারকাদের নাম। স্পেন ও ইতালিতে ক্রীড়াবিদদের মধ্যে টেনিস খেলোয়াড়রা সার্চ তালিকার শীর্ষে ছিলেন।

অন্যদিকে জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক নেতারা শীর্ষে থাকায় ক্রীড়াবিদদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

এই তথ্যগুলো দেখায়, জাতীয় ক্রীড়া সংস্কৃতি ও জনপ্রিয় খেলার ধরন অনলাইন সার্চ আচরণে বড় প্রভাব ফেলে।

কী বলছে ২০২৫ সালের সার্চ ট্রেন্ড

২০২৫ সালের সার্চ ডেটা ইঙ্গিত দেয়, ক্রীড়াবিদদের জনপ্রিয়তা এখন আর শুধু মাঠের সাফল্যের ওপর নির্ভর করে না। গণমাধ্যম কাভারেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে দৃশ্যমানতা— সবকিছু মিলিয়েই নির্ধারিত হচ্ছে একজন খেলোয়াড়ের অনলাইন প্রভাব।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বড় তারকাদের পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের ঘিরেও এমন সার্চ উন্মাদনা আরও বাড়তে পারে।

সূত্র : গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর কিনারায় মিলল ২৩ কেজির কোরাল

একযোগে বাড়ল স্বর্ণ রুপা প্লাটিনামের দাম

সিরিয়ার হোমস প্রদেশে মসজিদে বিস্ফোরণ

মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিপিএলের উদ্বোধনীতে ট্রফি না থাকায় প্রশ্ন, ব্যাখ্যা দিলো বিসিবি

তারেক রহমানের সংবর্ধনাস্থল থেকে ১৪৮ টন বর্জ্য সরানো হয়েছে : ডিএনসিসি

সাবেক মন্ত্রীর ‘এপিএসের’ ইন্ধনে নির্বাচন কার্যালয়ে আগুন

ফুলকপি খেলে কি আসলেই পেট ফাঁপে?

আসন্ন নির্বাচনে এককভাবে লড়বে জেএসডি

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা

১০

শান্তর শতকে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়

১১

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

ইনকিলাব মঞ্চের শাহবাগে অবস্থান, উপদেষ্টাদের আলটিমেটাম

১৩

পুকুরে মিলল নবজাতকের মরদেহ

১৪

লাখো পর্যটকে মুখর কক্সবাজার

১৫

গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সে আগুন

১৬

২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ক্রীড়াবিদ

১৭

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

১৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করলেন হেফাজত আমির

১৯

শীত-কুয়াশা নিয়ে আগামী ৫ দিনের পূর্বাভাস

২০
X