কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ‘জেবু’ নাম পেল তারেক রহমানের বিড়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন। স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে রয়েছেন তাদের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। তারেক পরিবারের সদস্যদের সঙ্গে আজ (বৃহস্পতিবার) যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ১২টার পর জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেশে ফিরেছে জেবু’।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জেবু দ্যা ক্যাট’ নামের একটি পেজ থেকে ‘জেবু’ নামকরণের ইতিহাস বলা হয়েছে।

গতকাল চালু হওয়া এই পেজের একটি পোস্টে বলা হয়েছে, ‘জেবু : কবিতা, জ্ঞান ও মুঘল ইতিহাসের গভীরে থাকা এক নাম

আমি জেবু— আর হ্যাঁ, আমার নামের সঙ্গে জড়িয়ে আছে আমার চেয়েও বহু পুরোনো এক ইতিহাস। আমার নাম রাখা হয়েছে মুঘল রাজকন্যা জেব-উন-নিসার নামানুসারে। যিনি তার প্রখর বুদ্ধিমত্তা, কবিতা ও আধ্যাত্মিক গভীরতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

১৬৩৮ সালে জন্ম নেওয়া জেব-উন-নিসা ছিলেন সম্রাট আওরঙ্গজেবের কন্যা এবং তার সময়ের অন্যতম শিক্ষিত নারী। তিনি ছিলেন একজন বিদুষী, সুচারু ক্যালিগ্রাফার ও কবি। ‘মাখফি’ অর্থাৎ ‘গোপন’— এই ছদ্মনামে তিনি কবিতা লিখতেন।

আমার নামটি তার সেই উত্তরাধিকারকে সম্মান জানাতে রাখা—যা সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও নীরব শক্তির প্রতীক। যেমনভাবে জেব-উন-নিসার কবিতায় করুণা ও আত্মঅন্বেষণের প্রকাশ ছিল, তেমনি আমার নামের মধ্যেও রয়েছে অতীতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে গাঁথা এক মনোরম সৌন্দর্য।

আমার নাম রাখার জন্য জাইমা রহমানকে ধন্যবাদ। একটি সাধারণ বিড়ালের জন্য একটি সাধারণ নাম— তবু যার ভেতরে প্রতিধ্বনিত হয় শতাব্দীজুড়ে ছড়িয়ে থাকা শিল্প, সংস্কৃতি ও চিরন্তন ইতিহাস।’

https://www.facebook.com/share/p/17wC9FKjpY/

এর আগে, পোষা বিড়াল জেবুর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন তারেক রহমান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহের কেন্দ্রে উঠে আসে বিড়ালটি। বিভিন্ন সময় ছবি–ভিডিওতে তারেক রহমানের আশপাশে দেখা গিয়েছে বিড়ালটিকে।

পরে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবির প্রসঙ্গে বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।’

এদিকে, ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে বেলা ১১টা ৩৯ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে সেখান থেকে ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য শেষে যান এভারকেয়ার হাসপাতালে ভর্তি তার মা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। পরে সেখান থেকে রাতে গুলশানের বাসভবনে যান তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্তে সরকারি কর্মচারীরা

রক্ত বের হওয়ার উৎস খুঁজতে মিলল মরদেহ

দেখে নিন বিপিএলের দলগুলোর অধিনায়কের নাম

চট্টগ্রাম বন্দর : আধুনিক ব্যবস্থাপনায় আঞ্চলিক বাণিজ্যের নতুন ঠিকানা

রয়টার্সে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

চট্টগ্রামের মালিকানা নিজেদের হাতে নেওয়ার কারণ জানাল বিসিবি

শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা

সাগরে ট্রলার ডুবিতে ৪ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ২

এবার বিয়ে করলেন ডাকসু নেত্রী সেই তন্বী

মাথার দাম ছিল কোটি টাকা, সেই কমান্ডারকে হত্যা

১০

বড়দিনে শান্তি আসুক দেশে : জয়া আহসান

১১

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

১২

যেভাবে ‘জেবু’ নাম পেল তারেক রহমানের বিড়াল

১৩

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

১৪

বাসচাপায় পথচারী নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

১৫

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

১৬

ওসমান হাদিকে বহন করা সেই রিকশাচালকের জবানবন্দি

১৭

বড়দিনে পুতিনের ‘মৃত্যু কামনা’ করলেন জেলেনস্কি

১৮

রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির সতর্কতা

২০
X