কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দেশের কৃষিক্ষেত্র ধ্বংস করে দিয়েছে আ.লীগ : আবু নাসের রহমাতুল্লাহ

কৃষকদলের কৃষক সমাবেশ। ছবি : কালবেলা
কৃষকদলের কৃষক সমাবেশ। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার গত ১৫ বছরে কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিক্ষেত্র ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা শাখার ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি'র এই কেন্দ্রীয় নেতা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। সার, বীজসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি করে কৃষি উৎপাদন ব্যাহত করে। বেশি দামে সামগ্রী ক্রয়ে আমাদেরকে ভারতনির্ভর করতে বাধ্য করে। এর মধ্য দিয়ে কৃষির উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করে।

তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন জিয়াউর রহমান।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা, সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে পড়ে। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচিসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে কৃষকদের উন্নয়নের পরিকল্পনা লিপিবদ্ধ রয়েছে। এর বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে সেই হারানো বিপ্লব ফিরে আসবে।

জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৩ মাসব্যাপি সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে চরমোনাই ইউনিয়নে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরমোনাই ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. রুবেল তালুকদারের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এইচ এম মহসীন আলম। এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব শফিউল আলম শফরুল, সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও চরমোনাই ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ী, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ আহমেদ নান্না, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, চরমোনাই ইউনিয়ন বিএনপি মহিলা দলের সভাপতি হনুফা বেগম ও সহ-সভাপতি তহমিনা বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকলীতে যাত্রীবাহী ট্রলারে আগুন 

বিশ্বকাপের একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সংকট কেটে গেছে : নুর

বিকেলের নাশতায় সহজেই বানিয়ে ফেলুন মজাদার চিকেন নুডলস

বিএনপিতে যোগ দিলেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

গাজায় ধেয়ে আসছে প্রলয়ংকরী ঝড়, লাখ লাখ বাস্তুচ্যুতের আশঙ্কা

ধানক্ষেতে দাঁড়িয়ে যুবদল নেতার ‘রিভিউ’

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

দুই চীনা নাগরিক পুলিশ হেফাজতে

১০

সন্ত্রাসী হামলায় আহত ৩ পুলিশ সদস্য

১১

ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে হাতিরঝিলে ম্যারাথন

১২

ঢাবির হলে ছাত্রদল নেতার মানচিত্র বিতরণ

১৩

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

১৪

আ.লীগ নেতা আরাফাত গ্রেপ্তার

১৫

বরিশাল-১ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১৬

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, জানালেন প্রধান উপদেষ্টা

১৭

প্রশাসনিক জটিলতায় স্থগিত জেমস-আলী আজমতের কনসার্ট

১৮

নুরাল পাগলের দরবারে হামলা : ২ মাস পর পরিবারের মামলা

১৯

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

২০
X