কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দেশের কৃষিক্ষেত্র ধ্বংস করে দিয়েছে আ.লীগ : আবু নাসের রহমাতুল্লাহ

কৃষকদলের কৃষক সমাবেশ। ছবি : কালবেলা
কৃষকদলের কৃষক সমাবেশ। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার গত ১৫ বছরে কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিক্ষেত্র ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা শাখার ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি'র এই কেন্দ্রীয় নেতা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। সার, বীজসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি করে কৃষি উৎপাদন ব্যাহত করে। বেশি দামে সামগ্রী ক্রয়ে আমাদেরকে ভারতনির্ভর করতে বাধ্য করে। এর মধ্য দিয়ে কৃষির উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করে।

তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন জিয়াউর রহমান।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা, সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে পড়ে। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচিসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে কৃষকদের উন্নয়নের পরিকল্পনা লিপিবদ্ধ রয়েছে। এর বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে সেই হারানো বিপ্লব ফিরে আসবে।

জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৩ মাসব্যাপি সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে চরমোনাই ইউনিয়নে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরমোনাই ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. রুবেল তালুকদারের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এইচ এম মহসীন আলম। এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব শফিউল আলম শফরুল, সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও চরমোনাই ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ী, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ আহমেদ নান্না, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, চরমোনাই ইউনিয়ন বিএনপি মহিলা দলের সভাপতি হনুফা বেগম ও সহ-সভাপতি তহমিনা বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লুট / ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

নতুন নাটকে আইনা আসিফ

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত : আমির খসরু

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ডিজিটাল ডিভাইস থেকে চোখ সরছে না, হতে পারে বিপদ

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ / বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণদের মূল্যায়ন কতটা জরুরি? 

রেলপথ অবরোধে আটকা ৮টি ট্রেন, ভয়াবহ শিডিউল বিপর্যয়

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

১০

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১২

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৩

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

১৪

আড়তে মেলে ইলিশ, পাতে ওঠে না সবার

১৫

নির্বাচনের সময় উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ

১৬

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

১৭

শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ

১৮

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবার খেলবেন স্কটল্যান্ডের হয়ে

১৯

কিশোরগঞ্জে ২ কলেজের নাম পরিবর্তন

২০
X