মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিষিদ্ধের চারদিন পর আ.লীগ পালিয়েছে : শাহজাহান চৌধুরী

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না। জামায়াতে নিষিদ্ধের চারদিন পর আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগের নাম এখন হতাশা লীগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করার জন্য কোনো বক্তব্য দেয়নি। গত ৫৩ বছরে তারা জাতিকে বিভক্ত করার জন্য বক্তব্য রেখেছেন। স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, রাজাকার এ বক্তব্য ছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না। গত ১৮ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা ফিরিয়ে আনতে পারলে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এদেশে শিক্ষাব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। গত ১৮ বছরে প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মের শিক্ষা সম্পন্ন তুলে দেওয়া হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে নৈতিক শিক্ষা, যেখানে সাহাবাই চরিত্র ছিল না, মুসলমান মনীষীদের চরিত্র ছিল না, রাসুল আকরাম (সা.)-এর চরিত্র ছিল না, ইসলামের দ্বীনি শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। ১৮ বছরে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে।

জামায়াতের এ নেতা বলেন, মাদ্রাসা যদি না থাকত, তাফসিরুল কোরআন মাহফিল যদি না থাকত, মসজিদে ইমামরা যদি ইমামতি না করত আজকে আমরা যে দ্বীন জানতে পারছি, ইসলামকে জানতে পারছি, রাসুল (স.)-এর জীবনী জানতে পারছি, সেটা আমরা জানতে পারতাম না। ডা. শফিকুর রহমান এখন বাংলাদেশের নেতা নয়, উনি জামায়াত ইসলামীর নেতা নয়, উনি এখন বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়ার সীমানা নয় বিশ্বনন্দিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ.) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদের সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করেন ছারছীনা দরবার শরীফের ছোট পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা শাহ্ মো. আরিফ বিল্লাহ্ সিদ্দিকী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন। মাদ্রাসা সুপার মাওলানা এম এ কাশেমের সার্বিক তত্ত্বাবধানে আরও ওয়াজ করেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা রেজাউল হক নিজামী, ফেনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আজিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না

সংগ্রাম, প্রত্যাবর্তন ও রাজত্ব : সাকিবকে ঘিরে ছোটবেলার বন্ধুর অনন্য গল্প

বিশ্ব জনসংখ্যা দিবস / তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে তৈরি হবে সুস্থ-সমৃদ্ধ বিশ্ব

জুলাই স্মরণে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

ব্যবসায়ী হত্যা / যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার, আইনি ব্যবস্থা নিতে আহ্বান

ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে, আশঙ্কা ইসরায়েলের

মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

‘জাতির সংকটে আল মাহমুদের কবিতা মুক্তির পথনির্দেশ করেছে’

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

‘ভবিষ্যতের চলচ্চিত্র : বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার

১০

বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা মেলেনি

১১

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যা : অস্ত্রসহ গ্রেপ্তার ৪

১২

একই বিষয়ে বিদ্যালয়ের ৬৮ শিক্ষার্থী ফেল

১৩

‘হাসিনা সরকারের সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে’

১৪

সাফল্য অক্ষুণ্ন রাখল তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

১৫

এনসিপির প্রতি ইশরাকের চ্যালেঞ্জ

১৬

বিএনপির ১১ নেতা বহিষ্কার

১৭

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির নতুন কমিটি 

১৮

সিলেট বিভাগের ১৯টি আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের

১৯

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা

২০
X