মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিষিদ্ধের চারদিন পর আ.লীগ পালিয়েছে : শাহজাহান চৌধুরী

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না। জামায়াতে নিষিদ্ধের চারদিন পর আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগের নাম এখন হতাশা লীগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করার জন্য কোনো বক্তব্য দেয়নি। গত ৫৩ বছরে তারা জাতিকে বিভক্ত করার জন্য বক্তব্য রেখেছেন। স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, রাজাকার এ বক্তব্য ছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না। গত ১৮ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা ফিরিয়ে আনতে পারলে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এদেশে শিক্ষাব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। গত ১৮ বছরে প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মের শিক্ষা সম্পন্ন তুলে দেওয়া হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে নৈতিক শিক্ষা, যেখানে সাহাবাই চরিত্র ছিল না, মুসলমান মনীষীদের চরিত্র ছিল না, রাসুল আকরাম (সা.)-এর চরিত্র ছিল না, ইসলামের দ্বীনি শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। ১৮ বছরে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে।

জামায়াতের এ নেতা বলেন, মাদ্রাসা যদি না থাকত, তাফসিরুল কোরআন মাহফিল যদি না থাকত, মসজিদে ইমামরা যদি ইমামতি না করত আজকে আমরা যে দ্বীন জানতে পারছি, ইসলামকে জানতে পারছি, রাসুল (স.)-এর জীবনী জানতে পারছি, সেটা আমরা জানতে পারতাম না। ডা. শফিকুর রহমান এখন বাংলাদেশের নেতা নয়, উনি জামায়াত ইসলামীর নেতা নয়, উনি এখন বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়ার সীমানা নয় বিশ্বনন্দিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ.) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদের সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করেন ছারছীনা দরবার শরীফের ছোট পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা শাহ্ মো. আরিফ বিল্লাহ্ সিদ্দিকী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন। মাদ্রাসা সুপার মাওলানা এম এ কাশেমের সার্বিক তত্ত্বাবধানে আরও ওয়াজ করেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা রেজাউল হক নিজামী, ফেনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আজিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

অপরাধীদের বিচার না হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে : সনাতনী জোট

মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ইংলিশ ক্লাব

‘এই দৃশ্য জাহেলিয়াতের নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয়'

মিটফোর্ডের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি’

হকিতে লিড নিয়েও জাপানের কাছে হার বাংলাদেশের

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

১০

দাবায় চ্যাম্পিয়ন সুব্রত বিশ্বাস

১১

ভোটের অপেক্ষায় দিন গুনছে দেশের মানুষ : ড. ফরিদুজ্জামান

১২

এসএসসিতে ১৩০০ নম্বরে ১২৮৫ পেয়েছে নিবিড়

১৩

জোতাকে স্মরণ করে মাঠে নামছে লিভারপুল

১৪

ইরানে ‘ভয়াবহ হামলার’ হুমকি ইসরায়েলের

১৫

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া

১৬

লর্ডসে উইকেট পেয়ে প্রয়াত জোতাকে স্মরণ ভারতীয় পেসারের

১৭

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র : আসিফ মাহমুদ

১৮

জনসমক্ষে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

১৯

লর্ডসে শরফদৌল্লার ওপর যে কারণে খেপলেন গিল!

২০
X