বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিষিদ্ধের চারদিন পর আ.লীগ পালিয়েছে : শাহজাহান চৌধুরী

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না। জামায়াতে নিষিদ্ধের চারদিন পর আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগের নাম এখন হতাশা লীগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করার জন্য কোনো বক্তব্য দেয়নি। গত ৫৩ বছরে তারা জাতিকে বিভক্ত করার জন্য বক্তব্য রেখেছেন। স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, রাজাকার এ বক্তব্য ছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না। গত ১৮ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা ফিরিয়ে আনতে পারলে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এদেশে শিক্ষাব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। গত ১৮ বছরে প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মের শিক্ষা সম্পন্ন তুলে দেওয়া হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে নৈতিক শিক্ষা, যেখানে সাহাবাই চরিত্র ছিল না, মুসলমান মনীষীদের চরিত্র ছিল না, রাসুল আকরাম (সা.)-এর চরিত্র ছিল না, ইসলামের দ্বীনি শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। ১৮ বছরে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে।

জামায়াতের এ নেতা বলেন, মাদ্রাসা যদি না থাকত, তাফসিরুল কোরআন মাহফিল যদি না থাকত, মসজিদে ইমামরা যদি ইমামতি না করত আজকে আমরা যে দ্বীন জানতে পারছি, ইসলামকে জানতে পারছি, রাসুল (স.)-এর জীবনী জানতে পারছি, সেটা আমরা জানতে পারতাম না। ডা. শফিকুর রহমান এখন বাংলাদেশের নেতা নয়, উনি জামায়াত ইসলামীর নেতা নয়, উনি এখন বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়ার সীমানা নয় বিশ্বনন্দিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ.) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদের সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করেন ছারছীনা দরবার শরীফের ছোট পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা শাহ্ মো. আরিফ বিল্লাহ্ সিদ্দিকী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন। মাদ্রাসা সুপার মাওলানা এম এ কাশেমের সার্বিক তত্ত্বাবধানে আরও ওয়াজ করেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা রেজাউল হক নিজামী, ফেনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আজিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১০

চুল পড়া রোধ করবে যে জিনিস

১১

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১২

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৩

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৪

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৫

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৬

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৭

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১৮

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১৯

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

২০
X