শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বিএনপির ছয় কমিটি বিলুপ্ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শরীয়তপুরের তিনটি উপজেলায় বিভিন্ন পর্যায়ের বিএনপির ছয়টি কমিটি ভেঙে দিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

বিলুপ্ত করা কমিটিগুলো হলো- ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা, ডামুড্যা উপজেলা ও পৌরসভা এবং গোসাইরহাট উপজেলা ও পৌরসভা। ওই এলাকাগুলো শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার মধ্যে রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে মেয়াদোত্তীর্ণের কারণে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, বিএনপির শরীয়তপুর জেলা কমিটি, ৬টি উপজেলা, একটি থানা, ৬টি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে। ২০২৩ সালে ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হয়। ২০১৪ সালে গোসাইরহাট উপজেলা ও ২০২০ সালে পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। ২০১৬ সালে ডামুড্যা উপজেলা ও ২০১৪ সালে পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। অধিকাংশ কমিটিই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নিবার্চনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন নির্বাচন করতে আগ্রহী নেতারা। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন নেতারা।

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক বিএম মোস্তফা বলেন, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়নি। তবে ঐক্যের স্বার্থে এবং নতুন করে আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা অপু ভাইয়ের সঙ্গে বসে গ্রুপিং নিরসনে তিন নির্বাচনী এলাকায় কমিটি বিলুপ্ত করা হয়। আগামীতে সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো ফের করা হবে বলে আমাদের জানানো হয়েছে।

ডামুড্যা উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (জিপি) শাহাদাৎ হোসেন বলেন, কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া আমরাও চেয়েছিলাম কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হোক। এখন সামনে নতুন কমিটি হবে এবং নতুন নেতৃত্ব আসবে।

গোসাইরহাট উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি তারেক আজিজ মোবারক বলেন, আমাদের কমিটি হয়েছে ১১ বছর ধরে আর কমিটির মেয়াদ ছিল ৩ বছরের। কমিটি বিলুপ্ত হওয়ার কথা আমরা জানতাম। দ্রুত নতুন কমিটি দিয়ে নেতাকর্মীদের মাঠপর্যায়ের কার্যক্রমে সক্রিয় করতে পারব।

জানতে চাইলে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু কালবেলাকে বলেন, আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন ইউনিটের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তাই কর্মীদের গতিশীল করতে পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে। কেন্দ্রীয় নেতাদের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সেখানে সরাসরি কমিটি গঠনও করা হতে পারে, আবার তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমেও কমিটি গঠন করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

১০

রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

১১

দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

১২

মার্কিন ভিসা না পাওয়ায় ভারতীয় চিকিৎসকের আত্মহত্যা

১৩

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৪

বনশ্রীতে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

১৫

ধরা দেওয়া শিরোপা হাতছাড়া হওয়ার পর যা বললেন আকবর

১৬

মানুষ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে : চরমোনাই পীর

১৭

লা লিগায় আবারও হোঁচট খেল রিয়াল

১৮

হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

১৯

এসির রিমোটে লুকানো ‘গোপন’ সুইচে বিদ্যুৎ বিল হবে অর্ধেক

২০
X