মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমরিহাট)
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

বুড়িমারী স্থলবন্দরে বন্ধ পাথর আমদানি, বেকার ৮ হাজার

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অলস সময় পার করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অলস সময় পার করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

দাম কমানোর দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে ১৩ দিন ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পচনশীল ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বন্দরটিতে। এতে বুড়িমারী স্থলবন্দরের ৭ থেকে ৮ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বিশেষ করে, শঙ্কা দেখা দিয়েছে খেটে খাওয়া শ্রমিকদের মধ্যে। সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছে তারা।

শ্রমিকরা জানান, পাথরের দাম ২ ডলার কমানোর দাবিতে বেশি লাভের আশায় মূল্যবৃদ্ধির চক্রান্ত করে ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রাখছেন। কিন্তু এর মূল্য দিতে হচ্ছে শ্রমিকদের। পাথর ভাঙা, লোড-আনলোডের কাজ না থাকায় বেকার হয়ে শ্রমিকরা এখন মানবেতর দিনযাপন করছেন।

বন্দর সূত্র জানিয়েছে, সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে গড়ে প্রতিদিন বুড়িমারী বন্দর দিয়ে পাথর আসে সাড়ে ৮ থেকে ৯ হাজার টন। এ স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানির অনুমোদন থাকলেও প্রধান পণ্য হিসেবে সারা বছর পাথরই বেশি আমদানি হয়ে থাকে। প্রতিদিনই পাথর পরিবহন ও ভাঙার কাজ করেন প্রায় তিন হাজার শ্রমিক, পাথর লোড-আনলোডে নিয়োজিত থাকেন আরও তিন থেকে চার হাজার। এসব কাজে মেলে দিনের মজুরি। গত ১৩ দিনে সেই উপার্জনের ঘর শূন্য। শ্রমিক সহিদার রহমান বলেন, ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রাখায় ১৩ দিন ধরে আমরা বেকার হয়ে পড়েছি।

শ্রমিক জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যবসায়ীরা পাথর ভাঙার লোড-আনলোডের কাজ বন্ধ রেখেছেন। জানি না কবে আবার চালু হবে। কিন্তু আমরা হাজার হাজার শ্রমিক বেকার হয়ে থাকলাম। জানি না বাকি দিনগুলোয় কী করব।

আরেক শ্রমিক মাজিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা ২ ডলার কমানোর জন্য এ কাজ করছেন। কিন্তু শ্রমিকরা কাজ না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। বাজারে সবকিছুর দাম বেশি। সামনে ঈদ আসতেছে, আবার এনজিওর কিস্তি আছে। এসব চিন্তায় ঘুম আসে না। প্রতিদিন অটোরিকশা করে শ্রমিকরা বাড়ি থেকে বন্দরে আসেন কাজের আশায়। মেশিন বন্ধ থাকায় ফিরে যেতে হয়।

বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারক রাজ ট্রেডিংয়ের সোফিয়া রহমান বলেন, ভারত ও ভুটানের ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই দুই-তিন ডলার দাম বৃদ্ধি করেছেন পাথরের। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে ফেলছেন। তাই আমরা ভারত ও ভুটানের ব্যবসায়ীদের একমাস আগেই পত্র দিয়ে জানিয়ে দিয়েছি বেশি দামে পাথর আমদানি করব না। তারা আমাদের চিঠির কোনো উত্তর না দিয়ে পাথরের দাম বৃদ্ধি করেন।

বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ করেন ব্যবসায়ীরা, এতে আমাদের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন। ব্যবসায়ীরা আমাদের বলছেন, শিগগিরই সমস্যা সমাধান করবেন, কিন্তু কবে করবেন সেটি আসলে আমরা জানি না। আমাদের শ্রমিকরা নিয়মিত আসেন, সারা দিন বসে থেকে বাসায় চলে যান।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, পাথরের দাম কমানোর দাবি যৌক্তিক ও কমানো উচিত। না কমালে ব্যবসায়ীরা পাথর আমদানি করে ক্ষতির মুখে পড়ছেন।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভুটান ও ভারতের বোল্ডার পাথরের বর্তমান দাম নির্ধারণে সেখানকার রপ্তানিকারকদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রেখেছি। তিনি আরও বলেন, ভারত ও ভুটান থেকে প্রতি টন বোল্ডার পাথর ১০, ১৪ ও ১৬ ইউএস ডলারে আমদানি করতে হয়। এতে আমদানিকারকদের লোকসান গুনতে হচ্ছে। স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রাহাত হোসেন বলেন, আমদানি-রপ্তানির বিষয়টি অ্যাসোসিয়েশনের। তবে আমাদের অফিস চলমান। আমদানি-রপ্তানি চালু হলে কার্যক্রম শুরু হবে। আমদানি-রপ্তানি না থাকলে রাজস্বে প্রভাব পড়বে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, বন্দরের পাথর আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমসহ সব কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, দ্রুত এ সমস্যা সমাধান হবে। ঊর্ধ্বতনদেরও বিষয়টি জানিয়েছি।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সমাধানের চেষ্টা চলমান। দ্রুত এটি সমাধান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X