গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শ্বাসকষ্টজনিত কারণে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই মুসল্লির নাম নাজমুল হোসেন (৭৫)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার চকপাতালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মজিবর পন্ডিত। ইজতেমার মাঠে তিনি খিত্তা-৭২-এ অবস্থান করছিলেন।
তার সঙ্গে থাকা সাথী মুসল্লি রহমত আলী জানান, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ইজতেমার ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।
ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, নিহতের গোসলসহ আনুষঙ্গিক কাজ শেষে ময়দানে জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার বাদ আছর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়ার পর এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন